দমদম লোকসভা কেন্দ্রের (Dumdum Loksabha constituency) তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় (TMC candidate Sougata Roy) সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত নির্বাচনী প্রচারে। তবে তার মাঝেও তিনি যে কতটা ফিট সে প্রমাণ মিললো। কলকাতা তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে গেছে। চৈত্রের চরম গরমে একেবারে অন্য মেজাজে শীতলতার স্পর্শ খুঁজলেন সৌগত রায়। এদিন দমদম পুরসভার (Dumdum Municipal corporation) ৪ নম্বর ওয়ার্ডে মধুমালঞ্চ আবাসনের সুইমিংপুলে তাঁকে সাঁতার কাটতে দেখাযায়। তিন বারের সাংসদের সাঁতার কাটার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।