Thursday, August 28, 2025

দেব যেন সৌজন্য রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর! প্রচারে বেরিয়ে কী বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী?

Date:

রাজনীতির এই ভাষা সন্ত্রাসের যুগে অনেকটাই ব্যতিক্রমী ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এই কেন্দ্রের দু’বারের সাংসদ দেব প্রকৃত অর্থেই বাংলায় সৌজন্য রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর! ভোটের ময়দানে প্রতিপক্ষ তাঁর নামে যতই ব্যক্তিগত কুৎসা, অপপ্রচার করুন না কেন, দেবে কিন্তু পাল্টা সে পথে পা ফেলেন না, একথা তাঁর চরম সমালোচকরাও স্বীকার করেন।

এবারও ভোটের প্রচারে সেই দৃষ্টান্তই রাখছেন ঘাটালের তৃণমূল প্রার্থী। আজ, শুক্রবার ডেবরায় ভোট প্রচারে যান দেব। প্রচারে গিয়ে ভোটারদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, “আমি আপনাদের কাউকে জোর করতে আসিনি, আমাকে ভোট দেবেন কিংবা আমার দলকে ভোট দেবেন”। এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ত্রিলোচনপুর এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন, এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যান দেব।

এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে দেব বলেন, “আমি আপনাদের কাউকে জোর করতে আসিনি যে আমাকেই ভোট দেবেন কিংবা আমার দলকে ভোট দিবেন। কারণ, আমার মনে হয় এখনকার সময় মানুষ রাজনীতি বোঝেন। সব মানুষই রাজনৈতিক সচেতন। মানুষ বোঝেন কে ঠিক কথা বলছেন আর কে বলছেন না। কে কী ভাষা ব্যবহার করছে, আজকে আপনারা সবটাই বোঝেন। আপনাদের যদি মনে হয় আপনাদের এই ভাই গত ১০ বছরে মানুষের জন্য কাজ করেছে। মানুষকে ভাল রাখার চেষ্টা করেছে। তাহলে আপনারা জানেন ২৫ মে তাকে ভোটটা দিতে হবে। সবাই ভালো থাকবেন। আমি জিতে যাই কিংবা হেরে যাই, সব সময় মনে রাখবেন ডেবরার মানুষ আমার মনের মধ্যে থাকবে।”






 

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version