Wednesday, November 5, 2025

আগামী ১৯ এপ্রিল গোটা দেশের সঙ্গে রাজ্যেও প্রথম দফায় ভোট। এই পর্বে ভোট হবে উত্তরের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ওই তিন কেন্দ্রে প্রচারে ঝড় তুলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১২ থেকে ১৬ এপ্রিল একটানা ওই তিন কেন্দ্রে প্রচার করবেন অভিষেক। তার আগে ৭ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের তারকা প্রার্থী অভিনেতা দেবের সমর্থনে রোড-শো করবেন অভিষেক।

১২ এপ্রিল অভিষেকের প্রথম জনসভাটি হবে জলপাইগুড়ি কেন্দ্রের ধূপগুড়িতে। দলীয় প্রার্থী তথা ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন অভিষেক। এই সভা খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, কয়েক মাস আগেই ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। ওই আসন জয়ের পিছনে মাস্টার স্ট্রোক ছিল অভিষেকের। উপনির্বাচনের প্রচারে গিয়ে ধূপগুড়িকে পৃথক মহকুমা করার ঘোষণা করেছিলেন অভিষেক। এবং সেই প্রতিশ্রুতি পালন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

পরদিন ১৩ এপ্রিল দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনে বর্ণাঢ্য রোড-শো করবেন অভিষেক। ১৬ এপ্রিল প্রচারের শেষদিনে ফের কোচবিহারে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিনই আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে রোড-শো করে প্রথম দফার ভোট প্রচার শেষ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version