বেতন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বিপুল টাকা জমানোর প্রবণতা নিয়ন্ত্রণ করবে রাজ্য

জিপিএফে জমার বিষয়টি নিয়ে কর্মী ও আধিকারিকদের সেইমতোই পরিকল্পনা করতে বলা হয়েছে।

রাজ্য সরকার কর্মী ও আধিকারিকদের একাংশের বেতন থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে বিপুল টাকা জমানোর প্রবণতা নিয়ন্ত্রণ করতে উদ্যোগী হয়েছে। রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জিপিএফ তহবিল পর্যালোচনা করে দেখা যাচ্ছে কেউ কেউ মাত্র সাতমাসের মধ্যেই ৫ লক্ষের বেশি টাকা বা সর্বোচ্চ জমারও অধিক অর্থ জিপিএফে রেখেছেন। এজন্য ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে প্রতিমাসে জিপিএফ বাবদ এমনভাবে টাকা কাটা হবে যাতে তা ৫ লক্ষ টাকার সীমার মধ্যেই থাকে। জিপিএফে জমার বিষয়টি নিয়ে কর্মী ও আধিকারিকদের সেইমতোই পরিকল্পনা করতে বলা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মী-আধিকারিকদের মূল বেতনের ৬ শতাংশ জিপিএফের জন্য কাটানো বাধ্যতামূলক। কিন্তু কোনও কর্মী চাইলে মূল বেতনের পুরোটাই বা ১০০ শতাংশ পর্যন্ত জিপিএফে জমা রাখতে পারেন। গতবছরের মে মাসে অর্থ দফতর নির্দেশিকা জারি করে জানায়, প্রতি অর্থবর্ষে জিপিএফে সর্বাধিক ৫ লক্ষ টাকা জমা দেওয়া যাবে।