Friday, August 22, 2025

রাজনৈতিক দল নয়, আইজীবীদের আনুগত্য সংবিধানের প্রতি থাকুক: প্রধান বিচারপতি

Date:

বিচারব্যবস্থাকে রাজনীতির প্রভাব মুক্ত করতে আবারও সরব দেশের প্রধান বিচারপতি (CJI) ডি ওয়াই চন্দ্রচূড়। আইনের রক্ষক আইনজীবীদের রাজনীতিতে প্রভাবিত হয়ে কাজ করার পথ থেকে সরে এসে সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশের পথে চলার পরামর্শ দিলেন তিনি। বিচার ব্যবস্থা স্বাধীন ও পক্ষপাতমুক্ত হওয়ার কারণেই প্রশাসন, আইন ও স্বার্থান্বেষী রাজনৈতিক স্বার্থের (vested political interest) থেকে সেটা আলাদা, স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি।

নাগপুর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের একশো বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur)। সেখানেই তিনি বলেন, “আমাদের মতো প্রাণবন্ত ও তর্কপ্রিয় গণতন্ত্রে বেশিরভাগ ব্যক্তিরই রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক দিকে ঝোঁক থাকে। অ্যারিস্টটল (Aristotle) বলেছিলেন, মানব জাতি রাজনৈতিক জীব, এবং আইনজীবীরাও তার ব্যতিক্রম নন। তবে বারের সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ আনুগত্য বিভেদের (partisan interests) প্রতি থাকা উচিত না, থাকা উচিত আদালত ও সংবিধানের প্রতি।”

বারের দ্বায়িত্ববোধ নিয়ে বলার কারণ হিসাবে তিনি তুলে ধরেন, “আমাদের ভুললে চলবে না যে বিচার ব্যবস্থার (judiciary) স্বাধীনতার সঙ্গে বারের (bar) স্বাধীনতার বিষয়টি অতপ্রতভাবে জড়িত।” সম্প্রতি আদালতে বিচারধীন বিষয় ও তার পর্যবেক্ষণ নিয়ে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মুখ খোলার বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “আপনারা প্রথমে এবং সর্বোপরি আদালতের কর্মী, এবং আমাদের বিচার ব্যবস্থার প্রাথমিকতার সততা ও মর্যাদা আপনাদেরই হাতে।”

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version