Tuesday, August 26, 2025

যাদবপুরে বর্ণাঢ্য রোড-শো সায়নীর! অনন্যার ওয়ার্ডে নজর কাড়লেন মহিলারা

Date:

পয়লা জুন, শেষ দফায় তাঁর ভোট। হাতে প্রায় দু’মাস সময়। কিন্তু প্রচারে গা এলিয়ে দিতে চান না। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আগেই জানিয়ে ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোট প্রচারে গোটা বাংলা দৌড়ে বেড়ান, তাহলে তিনি বসে থাকবেন কেন। তাই চৈত্রের প্রখর রোদ ও দাবদাহ উপেক্ষা করে শনিবার ফের সকাল সকাল ভোট প্রচারে সায়নী। এদিন তাঁর কর্মসূচি ছিল কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড। জনপ্রিয় কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে অজয় নগর থেকে বর্ণাঢ্য রোড শো করে মানুষের মধ্যে পৌঁছে গেলেন সায়নী। হুড খোলা গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ দু হাত তুলে আশীর্বাদ করলেন তৃণমূল প্রার্থীকে।

পুরভোট হোক, বিধানসভা কিংবা লোকসভা, ১০৯ নম্বর ওয়ার্ডে মহিলা কর্মীদের প্রাধান্য থাকে চোখে পড়ার মতো। এদিনও তার ব্যতিক্রম হল না। মিছিলের সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন এলাকার মহিলারাই। পুরভোটটের মতো লোকসভাতেও তাঁর নিজের ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে
বড় মার্জিনে লিড দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

 

এদিকে ভোটের গরম বাজারে কোন প্রার্থী কীভাবে আরও বেশি ভোটারের কাছে পৌঁছে যাবেন, তার লড়াই চলছে। আর এক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলি। যাদবপুর লোকসভা কেন্দ্রেও সেই ছবি ধরা পড়েছে। রাস্তাঘাটে চড়া রোদের মধ্যে হেঁটে বা হুডখোলা গাড়িতে প্রচারেই শেষ হচ্ছে না তাঁদের জনসংযোগ। প্রচারের খুঁটিনাটি সরাসরি সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছে দলগুলি। যাদবপুর কেন্দ্রে কোন প্রার্থীর প্রচারমূলক ভিডিও বেশি দেখছে মানুষ? তৃণমূল, বাম, বিজেপি—তিন প্রার্থীর ফেসবুক পেজ বলছে, এক্ষেত্রে তৃণমূলের সায়নী ঘোষ তাঁর প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন। এখনও পর্যন্ত তাঁর প্রচারের ভিডিওগুলি সর্বাধিক ‘ভিউ’ পেয়েছে। বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সিপিএমের সৃজন ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন।

আরও পড়ুন- ন্যায়ের ধ্বজা উড়িয়েছিলেন নিজের স্বার্থে, তমলুকের চাকরিপ্রার্থীদের আওয়াজ “নো ভোট টু অভিজিৎ”

 

Related articles

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের শাস্তি, সাসপেন্ড পূর্ব বর্ধমানের ASI!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)সফরের ঠিক আগেই সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমান জেলার এক এএসআইয়ের...

কেনিয়ায় ছুটির মুডে অরিন্দম, পরিচালকের লেন্সে বন্দি প্রকৃতির সৌন্দর্য

'যেন অন্য কোনও জগতে আছি। প্রকৃতির সৃষ্টির মাঝে অস্তিত্বহীন মনে হচ্ছে নিজেকে। যেন মহাবিশ্ব আশীর্বাদ করছে, সুযোগ করে...

বিজেপির ললিপপ হবেন না: নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপির (BJP) ললিপপ হবেন না। মঙ্গলবার, পূর্ব বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে জাতীয় নির্বাচন কমিশনকে তোপ দাগলেন...

গণতান্ত্রিক দেশে কেন দেখাবেন না ডিগ্রি: নিজের ডিগ্রি তুলে চ্যালেঞ্জ সাগরিকার

কী লুকাচ্ছেন নরেন্দ্র মোদি? এক সময় তো নিজেকে চাওয়ালা, পাহারাদার কিছু বলতেই বাদ রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra...
Exit mobile version