Thursday, August 28, 2025

তৃণমূলে এসেছিল, দরজা বন্ধ করে দিয়েছি: হিরণকে নিয়ে বিস্ফোরক অভিষেক, ফুটেজ ফাঁসের চ্যালেঞ্জ

Date:

ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে বিজেপি (BJP) প্রার্থী হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় (Hinmoy Chattopadhyay) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, রোড শো-র শেষে সভা থেকে অভিষেক বলেন, মাস ছয়েক আগে তৃণমূল যোগ দিতে তাঁর অফিসে গিয়েছিলেন হিরণ। কিন্তু তাঁর জন্য দলের দরজা খোলেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ঘাটালে বিজেপি (BJP) প্রার্থী হিরণ বর্তমানে খড়গপুরে বিধায়ক। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, “বিজেপির নির্বাচিত প্রার্থী খড়্গপুর থেকে জিতেছে। বলতে পারেন খড়গপুরে কী উন্নয়ন তিনি করেছেন। কতবার খড়গপুরের উন্নয়নের জন্য কেন্দ্রে কাছে দরবার করেছেন। তাই আমি বলব আগে খড়গপুর সামলাও পরে ঘাটালের কথা ভেবো।“

এরপরেই বিস্ফোরক অভিযোগ করেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, “বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? আমার দফতরে এসেছিল ছয়-আট মাস আগে। তৃণমূলে ঢোকার জন্য। দরজা বন্ধ করে দিই। ঢুকতে দিইনি।“ হিরণের জানিয়ে ছিলেন, তিনি তৃণমূল যোগ দিতে কখনই যাননি। সেই প্রসঙ্গ তুলে অভিষেক সাফ জানান, “উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যায়নি। আমি আবার বলব, সংবাদ মাধ্যমের সামনে সেটা আরেকবার বলুন। আমি CCTV ফুটেজটা ছাড়বো। কত ধানে কত চাল, সেটা বোঝা যাবে।“

টিপ্পনি কেটে অভিষেক বলেন, “সব সময় মিথ্যা কথা বলতে নেই। দু একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যাবে। তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে।“ একই সঙ্গে এনআইএ-র কর্তার সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির দেখা করার বিষয়েও ভিডিও ফুটেজ তাঁদের কাছে আছে বলে দাবি বলে অভিষেক। বলেন, সেটাও প্রয়োজনে ফাঁস করবেন।




Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version