Monday, November 10, 2025

কলকাতা থেকে সরাসরি ইউরোপের উড়ান, বছর শেষে মিলতে পারে সুখবর

Date:

বিমান পথে ফের যুক্ত হতে চলেছে কলকাতা-লন্ডন (London)। প্রায় ১৫ বছর পরে আবার সেই সম্ভাবনা শুরু হয়েছে রাজ্য সরকারের উদ্যোগের কারণে। এর আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সময় একবার কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালানোর পরিকল্পনা হলেও তা শুরু করা যায়নি। এবার এয়ার ইন্ডিয়ার (Air India) সঙ্গে যোগসূত্রে আবার বছর শেষে এই সম্ভাবনা সফল হওয়ার আশা করা যাচ্ছে।

রাজ্যের পর্যটনের উন্নতির পাশাপাশি বিদেশি পর্যটক টানার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু ইউরোপের দেশগুলির সঙ্গে বিশেষত ইংল্যান্ডের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা না থাকায় পর্যটন ক্ষেত্র ক্ষতিগ্রস্থ হয়। অন্যদিকে রাজ্যের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন সব ক্ষেত্রেই অতিরিক্ত দাম দিয়ে বিদেশি শহর ঘুরে ইউরোপ যেতে হয়। অথচ দেশের অন্যান্য বড় শহর থেকে সরাসরি ইউরোপের উড়ান পাওয়া সম্ভব হয়। শিল্পপতিদের মুনাফার কারণে সম্মানহানি হয় কলকাতার।

রাজ্য সরকারের পক্ষ থেকে দেশের পর্যটন সংস্থাগুলির সবথেকে গুরুত্বপূর্ণ দুই সংগঠনের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে এই অচলাবস্থা কাটানোর ব্যবস্থা করা হয়। ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (TAAI) ও ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (TAFI) সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষ থেকে কলকাতা ও ইউরোপের শহরগুলির মধ্যে উড়ান চালু করায় জোর দেওয়া হয়। সেই বৈঠকেই কলকাতা-লন্ডনের মধ্যে উড়ান চালানো নিয়ে এয়ার ইন্ডিয়ার ইচ্ছা প্রকাশের কথা জানানো হয়। পরিস্থিতি ইতিবাচক রেখে বছরের শেষে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে উদ্যোগী রাজ্য সরকার।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version