Wednesday, August 20, 2025

শ্রীসান্থকে নিয়ে মুখ খুললেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার, বললেন, শ্রীসান্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যথেষ্ট প্রমাণ ছিল

Date:

ভারতীয় ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কোনও শক্তপোক্ত আইন নেই। আর সে কারণেই এস শ্রীসান্থের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলেও তাঁরা ছাড়া পেয়ে যান।ভারতের প্রাক্তন ক্রিকেটার শ্রীসান্থকে এমনটাই বললেন দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার। ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা ধরা পড়েন শ্রীসান্থ।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে দিল্লির প্রাক্তন পুলিশ কমিশনার নীরজ কুমার বলেন, “ওই মামলাটা বেশি দূর এগোলোই না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে ক্রিকেট তো বটেই, যে কোনও খেলায় দুর্নীতি রুখতে কোনও আইন নেই। জিম্বাবোয়ের মতো দেশেও আইন রয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে রয়েছে। ইউরোপের বেশির ভাগ দেশে কঠিন আইন রয়েছে। সেখানে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, টেনিস, গল্ফে দুর্নীতি হয়।”

উল্লেখ, ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটা ধরা পড়েন শ্রীসান্থ। শ্রীসান্থের সঙ্গে যেখানে রাজস্থানের ক্রিকেটার অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বান ধরা পড়েন। তিন জনকে আজীবন নির্বাসিত করা হয়। ২০১৯ সালে সুপ্রিম কোর্টে শাস্তি কমানোর আবেদন করেন ভারতের প্রাক্তন তারকা এস শ্রীসান্থ। তা কমিয়ে সাত বছর করা হয়। ২০২০-তে নির্বাসন শেষ হওয়ার পর ফের ক্রিকেটে কামব্যাক করেন শ্রীসান্থ। খেলেছেন ঘরোয়া ক্রিকেটেও। নীরজের দাবি, শ্রীসা ন্থের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার যথেষ্ট প্রমাণ ছিল। কিন্তু তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন- গুজরাতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে কী বললেন লখনৌর নতুন তারকা যশ ঠাকুর?

 

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version