Saturday, November 8, 2025

চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া! আজ বাঁকুড়ার রাইপুরে নির্বাচনী সভা মমতার

Date:

খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে দুর্গাপুর (Durgapur) থেকে পুরুলিয়া (Purulia) গাড়িতেই যাতায়াত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দুর্গাপুরের হোটেল থেকে গাড়িতে পুরুলিয়া রওনা দেন তিনি। পুরুলিয়ার হুড়ায় সভা শেষ করে ফের বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি ফেরেন দুর্গাপুরে। দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হোটেলের অদূরে গান্ধী মোড় হেলিপ্যাডে প্রস্তুত ছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া দেখে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার বাঁকুড়ার (Bankura ) রাইপুরে নির্বাচনী সভা রয়েছে তৃণমূল নেত্রীর। আবহাওয়া ঠিক থাকলে সেখানে হেলিকপ্টারেই যাবেন মমতা।

এদিন দুর্গাপুর থেকে বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়ার হেভিরমোড়, ধলডাঙা, পুয়াবাগান হয়ে ৬০-এ জাতীয় সড়ক ধরে পুরুলিয়ায় যায় মুখ্যমন্ত্রীর কনভয়। নেত্রী সড়কপথে আসছেন খবর পেয়ে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে জমায়েত করেন দলের নেতা-কর্মীরা। বড়জোড়ায় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। বেলিয়াতোড়ে ছিলেন তৃণমূলের বড়জোড়া ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। বাঁকুড়ার হেভিরমোড়ে হাজির ছিলেন সাংগঠনিক জেলা সভাপতি ও বিধায়ক তথা বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, দলের জেলা চেয়ারম্যান অলোকা সেন মজুমদার, মহিলা সভানেত্রী বিশ্বরূপা সেনগুপ্ত। তবে মাঝপথে কোথাও দাঁড়ায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এদিকে, বুধবারই জঙ্গলমহলের রাইপুর সবুজ সঙ্ঘের মাঠে বাঁকুড়া কেন্দ্রের জোড়াফুল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল নেত্রী।


বাঁকুড়ায় গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে রবিবার তা নেমে যায় ৩৫ ডিগ্রিতে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, এদিন সভাস্থলে মাথার উপর বড় ছাউনি থাকছে। বিভিন্ন জায়গায় রাখা থাকবে জলের গাড়ি। জলের পাউচও থাকবে।

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version