Sunday, November 9, 2025

‘এনআরসি-তে মুসলিমরা অত্যাচারিত জ্বলবে ঠাকুরবাড়ি’, শান্তনুকে হুমকি চিঠি! ‘মিথ্যা’ দাবি মমতাবালার

Date:

এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে জঙ্গি গোষ্ঠীর হুমকি চিঠি। অভিযোগ, জঙ্গি গোষ্ঠীর লস্কর-ই-তইবা হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠিয়েছে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরকে! সোমবার দুপুরে শান্তনুর নামে স্পিড পোস্টে আসা ওই চিঠি আসে। বাংলা টাইপরাইটারে লেখা চিঠির প্রতি ছত্রে এনআরসি নিয়ে হুমকি। বাংলায় লেখা ওই চিঠিতে শান্তনুকে হুমকি দিয়ে বলা হয়েছে, “পশ্চিমবাংলায় এনআরসি হলে এবং তার ফলে মুসলমানদের উপর অত্যাচার হলে পশ্চিমবাংলা তথা সমগ্র ভারত জ্বলবে, আপনাদের ঠাকুরবাড়ি উড়িয়ে দেওয়া হবে। কেউ ঠাকুরবাড়ি বাঁচাতে পারবে না।” নিচে লেখা – ”আমরা লস্কর-ই-তইবার সদস্য।”

শান্তনু ঠাকুর নিজেই এই চিঠি প্রকাশ্যে আনেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দেগঙ্গা থেকে চিঠিটি এসেছে। এবং চিঠির প্রেরক জনৈক নজরুল ইসলাম মাহের আলি, ফাজের আলি। শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই চিঠির বিষয়টি জানিয়ে বিচার চাইবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে, ঠাকুর বাড়ির আরেক সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের দাবি, এই চিঠি শান্তনু নিজের লোকেদের দিয়ে বানিয়েছেন। তাঁর যুক্তি, বনগাঁয় শান্তনু ঠাকুর ও বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেটা বুঝতে পেরেই শান্তনু ঠাকুর সহানুভূতি পেতে চাইছেন এইসব ভুয়ো চিঠি দেখিয়ে। কেউ যদি হুমকি দেবে, তাহলে সিএএ লাগু হওয়ার পর পরই দিতে পারতো। এতদিন পরে কেন দেবে? প্রশ্ন মমতাবালার।




 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version