Tuesday, August 26, 2025

হাতে মাত্র দশ দিন, তারপরই লোকসভা ভোট শুরু (Loksabha Election 2024)। ১৯ এপ্রিল দেশজুড়ে ১০২ টি আসনে প্রথম দফার ভোট হবে। এর মধ্যে বাংলার (Election in WB) তিন জেলা অর্থাৎ কোচবিহার (Coochbehar), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Aliporeduar) ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়নের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরের এই তিন জেলায় স্পেশাল পুলিশ পর্যবেক্ষক পরিদর্শনে যাবেন। এর মাঝেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। ভোটার কার্ড (Voter Card) না থাকলেও ভোটদানে কোন সমস্যা হবে না বলে কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

বৈশাখের শুরুতেই লোকসভা নির্বাচন। বাংলায় এই সময় কালবৈশাখী সহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকে। দিন কয়েক আগেই জলপাইগুড়িতে যে মিনি টর্নেডো হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার। মাথার উপরের ছাদটুকু হারিয়ে সহায় সম্বলহীন তাঁরা। বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে, খোয়া গেছে গুরুত্বপূর্ণ নথি। ঝড়ের দাপটে ঘরের কোন জিনিস যে কোথায় গিয়ে পড়েছে, খোঁজ পাওয়া দুষ্কর। কিন্তু এর জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে তাঁরা যাতে বিরত থাকতে বাধ্য না হন, সেই কথা মাথায় রেখে এবার ভোটার কার্ডের বিকল্প চালু করল কমিশন। জানানো হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড-সহ ১০টি পরিচয়পত্রের মধ্যে একটিও না থাকলে বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের ভিত্তিতে ভোট দিতে পারবেন ভোটাররা। যে কোনও বিপর্যয়ের ক্ষেত্রে এ ধরনের নিয়মের শিথিলতা থাকতেই পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ির দুর্যোগের প্রেক্ষিতে বিষয়টি নতুন করে কার্যকরী হতে চলেছে।


 

Related articles

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...
Exit mobile version