Tuesday, November 4, 2025

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশের উল্টো আওয়াজ, প্রশংসা ব্রাত্যর

Date:

রাজ্যপালের নির্দেশের উল্টো পথে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির সদস্যরা। ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে রজত কান্ত দে যাতে কাজ চালিয়ে যেতে পারেন এবার তার পক্ষে সওয়াল করে বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবকে অনুরোধ জানালেন তাঁরা। এই নিয়ে যদি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা বলতে হয় প্রয়োজনে যেন কর্মসচিব তা করেন। তাঁদের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মঙ্গলবার কর্ম সমিতির এক বৈঠকে সদস্যরা রেজিস্টারকে অনুরোধ করে জানান, তারা চাইছেন উপাচার্য হিসেবে তাঁর কাজ চালিয়ে যান। অনুরোধ করা হয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং পড়ুয়াদের সুবিধের কথা ভেবে উপাচার্য রজত কিশোর দেকে যেন তার পদে আসীন রাখা হয়। রাজ্যপাল কর্মসচিবকে একটি মেলের মাধ্যমে উপাচার্যর দফতর সিল করার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উপেক্ষা করে উপাচার্য পদক্ষেপ নিলেও এবার বিরোধিতার পথে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি।

কর্মসমিতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী কর্ম সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উপর আস্থা রাখার জন্য আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্যদের অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে কে যেরকম অন্যায়ভাবে আচার্য অপসারণ করার চেষ্টা করেছিলেন তাকে তার পদে আসীন রাখার জন্য আমি প্রশংসা করছি।

 

Related articles

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...

আগামীর লড়াই বিজেপি-কে শূন্য করার লড়াই: SIR চক্রান্তের প্রতিবাদ-মঞ্চ থেকে হুঙ্কার অভিষেকের

SIR চক্রান্তের প্রতিবাদে মঞ্চ থেকে এক যোগে নির্বাচন কমিশন ও বিজেপি-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version