Friday, August 22, 2025

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের নির্দেশের উল্টো আওয়াজ, প্রশংসা ব্রাত্যর

Date:

রাজ্যপালের নির্দেশের উল্টো পথে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির সদস্যরা। ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে রজত কান্ত দে যাতে কাজ চালিয়ে যেতে পারেন এবার তার পক্ষে সওয়াল করে বিশ্ববিদ্যালয়ের কর্মসচিবকে অনুরোধ জানালেন তাঁরা। এই নিয়ে যদি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা বলতে হয় প্রয়োজনে যেন কর্মসচিব তা করেন। তাঁদের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

মঙ্গলবার কর্ম সমিতির এক বৈঠকে সদস্যরা রেজিস্টারকে অনুরোধ করে জানান, তারা চাইছেন উপাচার্য হিসেবে তাঁর কাজ চালিয়ে যান। অনুরোধ করা হয় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং পড়ুয়াদের সুবিধের কথা ভেবে উপাচার্য রজত কিশোর দেকে যেন তার পদে আসীন রাখা হয়। রাজ্যপাল কর্মসচিবকে একটি মেলের মাধ্যমে উপাচার্যর দফতর সিল করার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উপেক্ষা করে উপাচার্য পদক্ষেপ নিলেও এবার বিরোধিতার পথে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি।

কর্মসমিতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী কর্ম সমিতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের উপর আস্থা রাখার জন্য আমি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মসমিতির সদস্যদের অভিনন্দন জানাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে কে যেরকম অন্যায়ভাবে আচার্য অপসারণ করার চেষ্টা করেছিলেন তাকে তার পদে আসীন রাখার জন্য আমি প্রশংসা করছি।

 

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version