Thursday, May 8, 2025

তিন দিন অতিক্রান্ত। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (Bhupatinagar) এনআইএ(NIA) আধিকারিকদের উপরে হামলার ঘটনায় তৎপর হয়েছে ভূপতিনগর থানার পুলিশ। যদিও বিষয়টি নিয়ে এনআইএ-র তরফে এখনও কোনও তৎপরতা চোখে পড়েনি। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ (Interrogation )করতে চেয়ে ইতিমধ্যে নোটিশ (Notice) পাঠানো হয়েছে। আগামী ১১ এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। জখম ওই আধিকারিকের মেডিক্যাল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি, কয়েক জন গ্রামবাসীকেও নোটিশ ধরিয়েছে পুলিশ।

অন্যদিকে, এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ, সেটিকেও ভূপতিনগর থানার হাতে তুলে দিতে বলা হয়েছে। গাড়িটিফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তৃণমূল ইতিমধ্যে ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছে‌‌। পাশাপাশি এনআইএ আধিকারিককে সরানোর পিছনে অভিষেকের দৃঢ় আন্দোলনকে কুর্নিশ জানানো হয়েছে।


লোকসভা ভোটের মুখে দু’বছরের আগের ভূপতিনগর বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার আক্রান্ত হন এনআইএ আধিকারিকেরা। এনআইএ আধিকারিক এবং সিআরপি জওয়ানদের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানি, ভাঙচুরের লিখিত অভিযোগ করেন এনআইএ-র হাতে ধৃত মনোব্রত জানার স্ত্রী মণি জানা। কাঁথির এসডিপিও দিবাকর দাস বলছেন, দু’টি মামলারই তদন্ত শুরু হয়েছে। মামলা-পাল্টা মামলা নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে এনআইএ। মঙ্গলবার তাদের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বিষয়টি উত্থাপন করেন এবং এ ব্যাপারে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি সেনগুপ্ত সেই অনুমতি দিয়েছেন। বুধবার মামলাটির শুনানি হতে পারে বলে আদালত সূত্রের দাবি।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version