Wednesday, May 14, 2025

চলচ্চিত্র সমালোচকরা ভূয়সী প্রশংসা করার পরও আটকে গেল অজয় দেবগন (Ajay Devgan)অভিনীত ‘ময়দান’ (Maidan)ছবির মুক্তি। চিত্রনাট্য চুরির অভিযোগে ‘ময়দান’- এর রিলিজে স্থগিতাদেশ দিল আদালত। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রনাট্যকার অনিল শর্মা (Anil Sharma) অভিযোগের ভিত্তিতেই নির্দেশ আদালতের।

অনিল জানান, ২০১৮ সালে তিনি একটি চিত্রনাট্য লিখেছিলেন। তা দিয়েই তৈরি হয়েছে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। অনিলের কথা অনুযায়ী তিনি আজ থেকে বছর ছয়েক আগে একটি স্ক্রিনপ্লে-র পোস্টার তৈরি করে লিঙ্কডিনে শেয়ার করেছিলেন। সেটি দেখে এক বিজ্ঞাপনের পরিচালক এবং ময়দান ছবির সহপরিচালক সুখদাস সূর্যবংশী মুম্বইয়ে ডেকে তাঁকে। অনিল বলেন, ” সুখদাসকেই আমি পুরো চিত্রনাট্য শুনিয়ে ছিলাম। উনি বলেছিলেন আমির খানের প্রোডাকশনেই তৈরি হবে ছবিটি। এমনকী, স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনে (Screen writers Association)আমার এই চিত্রনাট্য রেজিস্ট্রারও করা হয়।” তারপরেই ‘ময়দান’ সিনেমার গল্প দেখে চমকে জান তিনি। এত মিল! ১৯৫০ সালের প্রেক্ষিতে অনিল গল্প লিখেছিলেন। ময়দানে চিত্রনাট্য একটু বদলালেও মোটের উপর গল্প একই আছে। এরপরই আদালতে মামলা করেন তিনি। অনিলের অভিযোগের উপর ভিত্তি করেই ছবি মুক্তির স্থগিতের নির্দেশ দিল মাইসুরু আদালত। অজয় দেবগন অভিনীত এই ছবিটিতে আছেন একাধিক বাঙালি অভিনেতাও। রুদ্রনীল ঘোষ ছাড়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আরিয়ান ভৌমিক এবং অমর্ত্য রায়কে। যেহেতু ফুটবলকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প তাই এখানে নাকি এই খেলাকে দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অভিনেতা রুদ্রনীল এই ছবি নিয়ে বেশ আশাবাদী। চারিদিকে প্রচার করে চলেছেন তিনি। কিন্তু আপাতত à§§à§§ এপ্রিল মুক্তি পাচ্ছে না এই ছবি।

 

Related articles

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...
Exit mobile version