লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ (NIA)-র ডিরেক্টর জেনারেল (DG) বদল করা নিয়ে নির্বাচনী আচরণ বিধি ভাঙার অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। একদিকে যখন নির্বাচনী আচরণ বিধি লাগু থাকার কারণে টর্নেডোতে ক্ষতিগ্রস্থ মানুষদের বাড়ি পর্যন্ত তৈরি করে দেওয়ার অনুমতি পাচ্ছে না রাজ্য সরকার, সেখানেই আচরণ বিধি লাগু অবস্থায় ডিরেক্টর জেনারেল বদল হওয়ার আগে কমিশনের অনুমতি নেওয়ার দিন প্রকাশের দাবি জানালেন তৃণমূল সাংসদ।
গত ২৬ মার্চ একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধান হিসাবে আইপিএস সদানন্দ দাতে-র নাম ঘোষণা করেন এনআইএ। দিনকর গুপ্তাকে প্রতিস্থাপিত করে নতুন পদে আসেন মুম্বাই এটিএস (ATS, Mumbai) প্রধান দাতে। নির্বাচন ১০ মার্চ ঘোষণা হওয়ার পরই লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি (MCC)। অথচ ২৬ মার্চ ডিজি পরিবর্তন করে এনআইএ। এখানেই তৃণমূল সাংসদ প্রশ্ন তুলেছেন আদৌ নির্বাচন কমিশনের অনুমতি বা ছাড়পত্র নিয়ে এই পরিবর্তন করা হয়েছিল কিনা। যদি ছাড়পত্র নেওয়া হয়ে থাকে তা প্রকাশ করার দাবি জানিয়েছেন তিনি।
বিজেপির ‘হাতের পুতুল’ হিসাবে পরিচিত সদানন্দ দাতেকে এনআইএ-র শীর্ষ পদে বসানো নিয়ে কটাক্ষ তৃণমূলের। সেই সঙ্গে বিজেপি নির্বাচনে সমান খেলার মাঠে আগে থেকেই অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তা প্রমাণ করে ডিজি বদলের ঘটনা। তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যদি কমিশনের অনুমতি না নিয়ে ডিজি বদলের ঘটনা হয়ে থাকে তাহলে কমিশন কী আদৌ কোনও পদক্ষেপ নিয়েছে?