Saturday, November 8, 2025

সন্দেশখালিতে CBI-এর সিট, নতুন ইমেইল আইডিতে অভিযোগ নেবে কেন্দ্রীয় সংস্থা

Date:

জমি দখল থেকে মহিলাদের উপর অত্যাচার, এবার সন্দেশখালিতে সিবিআই- এর SIT গঠনের নির্দেশ দিল আদালত (Calcutta High Court)। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali, North 24 Parganas) নিয়ে পাঁচটি জনস্বার্থ মামলা হয়েছিল। এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের এজলাসে সব মামলার শুনানি একত্রে হয়। এদিন সিবিআই (CBI)তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত। কেন্দ্রীয় সংস্থাকে নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির মানুষের অভিযোগ গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেশখালির স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেইসব রাস্তায় সিসি ক্যামেরা, LED লাইট বসাতে বলেছে আদালত। আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে সেই সংক্রান্ত খরচ বহন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা আদালত (HC)জানিয়েছে এবার সিবিআই- এর সিট নতুন ইমেইল আইডিতে যে অভিযোগ নেবে সেখানে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে হবে যাতে পরবর্তীতে তাঁর উপর আক্রমণের কোনও আশঙ্কা না থাকে। পাশাপাশি পোর্টাল আর মেইল আইডি সর্বত্র প্রচারের দায়িত্ব নিতে হবে জেলাশাসককে। এলাকায় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র মারফতও জানাতে হবে আইডিটি। গোটা তদন্তই চলবে কোর্টের নজরদারিতে। ২ মে মামলার পরবর্তী শুনানিতে তদন্তের রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার বলেন, সিবিআই দেওয়া মানে তদন্ত বিশ বাঁও জলে চলে গেল। এখনও পর্যন্ত ED,CBI-এর সাকসেস রেট দেখলেই বোঝা যায় এই তদন্তের কী গতি হতে চলেছে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version