Thursday, August 21, 2025

রমজান শেষে খুশির ইদের আনন্দ- উদযাপনে রঙিন কলকাতা থেকে হলদিয়া সর্বত্র। জেলায় জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর কোলাকুলি, মিষ্টিমুখ। এদিন হলদিয়া যাওয়ার পথে ব্রজলাল চকে রাস্তায় জনসাধারণের সঙ্গে ইদের আনন্দে মাতলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উপস্থিত সবাইকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করেন তিনি। এরপর হলদিয়া বাসুদেবপুর নবরাত্রি পুজোর তৃতীয়ার যজ্ঞ অনুষ্ঠানে অংশ নেন কুণাল। আপ্লুত কুণাল বলেন,হলদিয়ায় নবরাত্রি পুজো দীর্ঘদিনের ঐতিহ্য মেনে হয়। নিষ্ঠার সঙ্গে বড় আকারে হয়। অনেকদিন ধরে অঞ্জলি দিয়ে যজ্ঞ করার ইচ্ছা ছিল। তাই আমন্ত্রণ পেয়ে এখানে আসা। আচার মেনে রীতি নীতি মেনে এখানে পুজো হয় যজ্ঞ হয়। অংশ নিতে পেরে আমি অভিভূত। আজকে আবার পবিত্র ইদ। তাই শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্প্রীতির বার্তা মিলেমিশে একাকার।
তৃণমূলের যুব নেতা তথা পুজো কমিটির অন্যতম কর্তা অমিত প্রামানিক বলেন,শুধুমাত্র হলদিয়াবাসীর জন্য নয়, সবার মঙ্গল কামনায় ন’দিন ধরে এই পুজো এবং যজ্ঞ হয়। বিগত ১০ বছর ধরে চলছে এই নবরাত্রি পুজো ও মহাযজ্ঞ। ছিলেন হলদিয়া টাউন সভাপতি মিলন মণ্ডল। এরপর হলদিয়া টাউনের মাইনরিটি সেলের প্রাক্তন প্রেসিডেন্ট আরিফ হোসেনের বাড়িতে ইদ পালনের অনুষ্ঠানে যান কুণাল। সেখানে সবার সঙ্গে শুভেচ্ছে বিনিময় করেন। তারপর হলদিয়ার বিষ্ণুরামচকের মসজিদে যান। এই গ্রামে স্বাধীনতার পর মাস কয়েক আগে কুণালের উদ্যোগে প্রথম বিদ্যুৎ পরিষেবা এসেছে । সেখানে ছিলেন তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল। একদিকে ইদের উৎসব, সঙ্গে হলদিয়ার নবরাত্রির পুজোয় অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন কুণাল।




 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version