রমজান শেষে খুশির ইদের আনন্দ- উদযাপনে রঙিন কলকাতা থেকে হলদিয়া সর্বত্র। জেলায় জেলায় বৃহস্পতিবার সকাল থেকেই উচ্ছ্বাস আনন্দের বাতাবরণ। যথারীতি সকলে ঈদের প্রার্থনায় অংশ নিয়েছেন। এরপর কোলাকুলি, মিষ্টিমুখ। এদিন হলদিয়া যাওয়ার পথে ব্রজলাল চকে রাস্তায় জনসাধারণের সঙ্গে ইদের আনন্দে মাতলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উপস্থিত সবাইকে ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখও করেন তিনি।
তৃণমূলের যুব নেতা তথা পুজো কমিটির অন্যতম কর্তা অমিত প্রামানিক বলেন,শুধুমাত্র হলদিয়াবাসীর জন্য নয়, সবার মঙ্গল কামনায় ন’দিন ধরে এই পুজো এবং যজ্ঞ হয়। বিগত ১০ বছর ধরে চলছে এই নবরাত্রি পুজো ও মহাযজ্ঞ। ছিলেন হলদিয়া টাউন সভাপতি মিলন মণ্ডল।