Friday, August 22, 2025

শীঘ্রই দিল্লিতে রাষ্ট্রপতি শাসন! কেজরিওয়ালের গ্রেফতারির পর বিস্ফোরক অভিযোগ আপের

Date:

হাতে আর মাত্র কিছু সময়। তারপরই শুরু হবে লোকসভা নির্বাচন (Loksabha Election)। কিন্তু নির্বাচনের আগে খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal)। ইডির (enforcement Directorate) হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই তিহার জেলে (Tihar Jail) রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Chief Minister Delhi)। তবে জেলে থাকলেও সেখান থেকেই দিল্লিবাসীর উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। আর শুক্রবার দিল্লির মন্ত্রী তথা আপের সদস্য অতিশী মারলোনার দাবি ঘিরে শুরু জোর চর্চা। অতিশীর দাবি, খুব শীঘ্রই দিল্লিতে রাষ্ট্রপতি শাসন (Presidential Rule) জারি করতে পারে কেন্দ্র।

শুক্রবার সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রী বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি তাঁর সরকারকে পতন ঘটানোর একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে জেনেছি আগামী দিনে, দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। মূলত ২০১৫ এবং ২০২০ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আপ, বিজেপিকে পরাজিত করেছে। সেকারণেই দিল্লি সরকারের পতন চেয়ে উঠেপড়ে লেগেছে বিজেপি। যদিও আপের এই বিস্ফোরক দাবিকে ‘কাল্পনিক’ কাহিনি বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। অতিশীর দাবি, গত কয়েকদিনে পর পর এমন কিছু ঘটে গিয়েছে, যা দেখে এমনটাই আশঙ্কা করছেন তাঁরা।

অতিশী আরও বলেন, গত কয়েক মাসে দিল্লিতে কোনও আইএএস অফিসারকে পোস্টেড করা হয়নি। কোনও পোস্টিং না হওয়ায় পদ খালি থেকে যাচ্ছে। এদিকে, নির্বাচনী বিধি দেখিয়ে মন্ত্রীদের ডাকা বৈঠকে আসছেন না আমলারা। তবে এদিন আপের দাবির পাল্টা জবাবে বিজেপির বীরেন্দ্র সচদেবা বলেন, অবাক কাণ্ড যে রাষ্ট্রপতি শাসনের ভয় তাড়িয়ে বেড়াচ্ছে আপকে। অতিশীর দাবি নিয়ে বিজেপি বলছে, অতিশী তাঁর চেনা ভুয়ো গল্প, তাঁর ঘটনার শিকার হওয়ার কাহিনি, অপারেশন লোটাসের ঘটনার বদলে এবার নতুন গল্প বেঁধেছেন।

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...
Exit mobile version