Friday, November 7, 2025

অবেশেষে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন ঈশান, কী বললেন তিনি?

Date:

অবশেষে মুখ খুললেন ঈশান কিষাণ। বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া নিয়ে ঘরোয়া ক্রিকেটে না খেলা , সব নিয়ে অবশেষে মুখ খুললেন ঈশান। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচ ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন তিনি। ৩৪ বলে ৬৯ রান করেন তিনি। আর তারপরই সব বিতর্ক নিয়ে মুখ খোলেন ঈশান।

মুম্বইয়ের বিরুদ্ধে সেই প্রসঙ্গ নিয়ে ঈশান বলেন, “ আমি অনুশীলন করছিলাম। আমি যখন খেলছিলাম না, তখন অনেকে অনেক কথা বলছিল। সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছিল অনেক কিছু। কিন্তু এটাও তো বুঝতে হবে যে, সব কিছু ক্রিকেটারের হাতে থাকে না।” এরপর ঈশান আরও বলেন, “ সময়কে ঠিক মতো ব্যবহার করতে হয়। আমি আগে যেভাবে ভাবতাম এখন সেটা বদলেছে। আগে প্রথম দু’ওভারে সব বলে মারার চেষ্টা করতাম। ভাল বল হলেও মারতে যেতাম। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি যে, ২০ ওভারও অনেক বড়। সময় নিয়ে খেলা যায় টি-২০ ক্রিকেটে। শুরুর দিকে আমরা তাই ম্যাচ হেরে গেলেও ভেঙে পড়িনি। বিশ্রাম নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। বোঝার চেষ্টা করেছি রান না পেলে বাকিরা কীভাবে।“

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝে দল ছেড় বেরিয়ে গিয়েছিলেন ঈশান। মানসিক সমস্যার কারণে দল ছেড়ে ছিলেন তিনি। সেই ঘটনার পর থেকে আর ভারতীয় ডাক পাননি ঈশান। তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বলেছিল বোর্ড। কিন্তু সে কথা শোনেননি ঈশান। এরপর শাস্তি স্বরুপ বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয় ঈশানকে।

আরও পড়ুন- এবার হার্দিকের পাশে বিরাট, দর্শকদের জয়ধ্বনি দেওয়ার অনুরোধ কোহলির

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...
Exit mobile version