Sunday, November 9, 2025

পুরুষ বন্ধুকে দিয়ে নাবালিকা কন্যাকে ধর্ষণ! উত্তরপ্রদেশের মহিলার কাণ্ডে চাঞ্চল্য

Date:

দিনের পর দিন নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করাতেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Gaziabad, Uttarpradesh) এক মহিলা। নিজের পুরুষ বন্ধুদের ডেকে এনে চলতো নির্যাতন। এমনকি নিজের নাবালক ছেলেকে দিয়েও নাবালিকা কন্যাকে ধর্ষণ করিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যোগী রাজ্যের এক মহিলার বিরুদ্ধে। ঘটনার কথা জানাজানি হতেই নিন্দার ঝড় সর্বত্র। ডবল ইঞ্জিন বিজেপি সরকারের (BJP Government) রাজ্যে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষা যে একেবারে তলানিতে, এই ঘটনা যেন ফের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে গত ২০ জানুয়ারি বাড়ি থেকে পালিয়ে যান দশ বছরে নাবালিকা। দিল্লির রাস্তায় তাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তাঁকে পুলিশের (Delhi Police) হাতে তুলে দেওয়া হয়। এরপর পুলিশ মেয়েটিকে শিশু সুরক্ষা কেন্দ্রে নিয়ে গিয়ে মেডিক্যাল টেস্ট করালে ধর্ষণের রিপোর্ট প্রকাশ্যে আসে। নাবালিকা জানিয়েছে, বছর চারেক আগে তার বাবা মারা যাওয়াই দাদু দিদার সঙ্গে সে থাকতো। গত বছর সেখান থেকে ১৩ বছরের দাদা এবং তাঁকে নিয়ে গাজিয়াবাদে চলে আসেন মা। সেখানে আসার পর থেকেই মায়ের বন্ধুদের কাছে লাগাতার ধর্ষণের শিকার হতে হয় ১০ বছরের মেয়েটিকে। অভিযুক্ত মহিলা যৌন পেশার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। মেয়ে একটু বড় হলে তাকে দিয়েও মায়ের একই কাজ করানোর ইচ্ছে ছিল বলে অভিযোগ করেছে নাবালিকা। ইতিমধ্যেই অভিযুক্ত মহিলা এবং তাঁর পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। যোগী আদিত্যনাথের রাজ্যে মহিলাদের ধর্ষণের ঘটনা নতুন নয়। মুখে যতই নারী সুরক্ষার কথা বলুক না কেন, বিজেপি নেতৃত্ব যে মহিলাদের কোন সম্মান দেয় না, শুধুমাত্র ভোট বাক্স ভরাতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এর স্লোগান দেয়, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। উত্তরপ্রদেশে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ বিজেপির দিল্লির নেতাদের।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version