Friday, August 22, 2025

হিন্দু ধর্ম পরিবর্তনে সরকারি অনুমতি ‘লাগবেই’, নির্দেশ গুজরাটে

Date:

মোদির নিজের রাজ্যে সাধারণ মানুষের ধর্মীয় স্বাধীনতা ঠিক কী অবস্থায় তা আরও একবার প্রমাণিত হল গুজরাট (Gujarat) সরকারের জারি করা একটি নির্দেশিকায়। গুজরাটে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত (conversion) হতে গেলে নিতে হবে প্রশাসনের অনুমতি। ধর্মান্তকরণের পদ্ধতিতে প্রশাসনিক সম্মতি মিললে তবে ধর্মান্তকরণ সম্ভব হবে। এই নির্দেশিকার পরে স্বাভাবিকভাবে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রীর রাজ্যে ধর্মীয় স্বাধীনতা নিয়ে গুজরাট রিলিজিয়াস ফ্রিডম অ্যাক্টে (Gujarat Religious Freedom Act) হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মকে ‘আলাদা’ ধর্ম হিসাবে আলাদভাবে উল্লেখ করা আছে। সেই নিয়ম অনুসারেই এবার ধর্মান্তরণের জন্য নিতে হবে বিশেষ অনুমতি। সম্প্রতি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে হিন্দু ধর্ম থেকে বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হওয়ার অনেক ঘটনা ঘটেছে। সেই ধর্মান্তকরণ প্রশাসনের কাছে সঠিকভাবে নিয়ম মেনে করা হয়নি। ভাঙা হয়েছে আবেদনের ক্ষেত্রে, এমনটাই দাবি করা হয়েছে গুজরাট প্রশানের নির্দেশিকায়।

এবার থেকে হিন্দু থেকে বৌদ্ধ ধর্মে ধর্মান্তকরণের জন্য আবেদন করতে হবে স্থানীয় প্রশাসনের কাছে। যিনি ধর্মান্তকরণ করাচ্ছেন তিনি আবেদন করবেন। যাঁরা ধর্মান্তরিত হচ্ছেন তাঁদের পদ্ধতি জানিয়ে আবেদন করতে হবে। এরপরই পাওয়া যাবে ধর্মান্তকরণের অনুমতি। নির্দেশিকায় এর পাশাপাশি হিন্দু থেকে জৈন ও খ্রীষ্টান ধর্মে ধর্মান্তরিত হতে গেলেও নিতে হবে অনুমতি, এমনটাও উল্লেখ করা হয়েছে। মূলত কিছু আধিকারিকের ভুল বোঝানোর কারণে এভাবে ‘বিনা অনুমতিতে’ ধর্মান্তকরণে ছাড় দিয়েছেন। তাদের স্পষ্ট বার্তা দেওয়ার জন্য এই নির্দেশ জারি করা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) তরফে জানানো হয়েছে। এক্ষেত্রে নিয়ম ভাঙলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে গুজরাট প্রশানের তরফে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version