Thursday, November 13, 2025

ধূপগুড়ি মহকুমার কথা রেখেছেন, এবার জোড়া সেতুর প্রতিশ্রুতি অভিষেকের

Date:

কথা দিয়ে কথা রাখেন। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সম্পর্কে একথা এখন জেনে গিয়েছেন বাংলার মানুষ। গত সেপ্টেম্বরে ধূপগুড়িতে গিয়ে কথা দিয়েছিলেন মহকুমা হবে। সেই কথা রেখে রাজ্য সরকার। শুক্রবার, ধূপগুড়িতে দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের (Nirmalhcnadra Ray) সমর্থনে জনসভা থেকে জলপাইগুড়িতে জোড়া সেতু করার প্রতিশ্রুতি দেন  অভিষেক (Abhishek Banerjee)। জানান, নির্বাচন শেষ হওয়ার পরেই মেখলিগঞ্জ ও মালে সেতু করে দেবে সরকার। একই সঙ্গে ধূপগুড়ির হাসপাতালকে মহকুমা হাসপাতাল করার কথাও জানান তিনি।

অভিষেক বলেন, গত বছর সেপ্টেম্বরের ২ তারিখ এসেছিলাম। স্থানীয়রা ধূপগুড়ির বাসিন্দারা মহকুমা চেয়েছিল। আমি কথা দিয়েছিলাম ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে সেটা করে দিয়েছেন। আইনি জট কাটিয়ে ১৯ জানুয়ারি ধূপগুড়ি তো মহকুমা হয়েছে। আমরা এটা মহকুমা করেছিলাম যাতে উন্নততর পরিষেবা দেওয়া যায়। সেই কারণে ধূপগুড়ি হাসপাতাল মহকুমা হাসপাতাল করব। নির্বাচনের জন্যে এখন কাজ করা যাচ্ছে না। নির্বাচন শেষ হলে ৩ মাসের মধ্যে ১০০ বেডের করে দেব। অভিষেকের কথায়, কথা দিয়ে কথা রাখাই তৃণমূলের গ্যারান্টি।

এর পরেই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, এর আগে তিনি যখন উত্তরে আসেন, তাঁকে তখন কয়েকজন সেতু তৈরির প্রয়োজনীয়তার কথা জানান। এদিনের মঞ্চ থেকে অভিষেক ঘোষণা করেন, নির্বাচন শেষ হওয়ার পরে মেখলিগঞ্জ ও মালে সেতু হবে। জানান, ২০ কোটি হলদিবাড়ি মেখলিগঞ্জে একটি ব্রিজ তৈরি হবে। নির্বাচনের ৬ মাসের মধ্যে কাজ শুরু হবে। নির্মল দা জিতবে। তাঁর হাত ধরে ব্রিজ হবে। এর পাশাপাশি, মাল এলাকায় ১৫০ কোটি টাকা ব্যায়ে আরও একটি সেতু তৈরি করে দেবে রাজ্য সরকার।



Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version