Friday, August 22, 2025

শিল্পা-ঋতুপর্ণা ভাইরাল ভিডিও বিতর্কে মুখ খুললেন টলিউড অভিনেত্রী

Date:

বলিউড পার্টিতে টলিউড অভিনেত্রীর আচরণ ঘিরে বিতর্ক। গত কয়েকদিন ধরে শিল্পা শেট্টি এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে (Shilpa Shetty and Rituparna Sengupta) নিয়ে বেশ কিছু লেখা এবং একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায় মুম্বইয়ের একটি অনুষ্ঠানে শিল্পা শেট্টি যখন ছবি তোলায় ব্যস্ত, তখনই ক্যামেরার সামনে নিয়ে ফোনে কথা বলতে বলতে অবলীলায় হেঁটে চলে গেলেন ঋতুপর্ণা! মুম্বইয়ে পাপারাজ্জিরা তাঁকে যেমন চিনতে পারলেন না, তেমনই ‘ধড়কন গার্ল’ পাত্তাই দিলেন না টলিউডের ক্যুইনকে। এরপরই সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ‘বাজিগর’ নায়িকার অঙ্গভঙ্গি ভাল চোখে দেখেননি, কেউ আবার কটাক্ষ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রীকে। বিতর্কের মাঝেই মুখ খুললেন ‘ ‘ম্যায় মেরি পত্নী অউর ওহ’ অভিনেত্রী ( Rituparna Sengupta)।

টলিউড অভিনেত্রী বৃহস্পতিবার রাতে বলিউডের সেই অনুষ্ঠানে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে অন্যান্য তারকাদের পাশাপাশি শিল্পার সঙ্গেও খোশমেজাজে কথা বলতে দেখা যায় ঋতুপর্ণাকে। সত্যি কি তিনি অপমান করেছেন শিল্পাকে? ঋতুপর্ণা বলছেন, “ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনও ফোটোগ্রাফারের প্রবেশ নিষেধ ছিল। কেউ ভিডিও কোনও ভাবে রেকর্ড করে গুজব ছড়াচ্ছে! কারণ কর্তৃপক্ষের তরফে তখন আমাকে ভিতরে নিয়ে যাওয়ার কথা। তাই ডাক পেয়ে আমি এগিয়ে যাই। এই সময়ে শিল্পা বা ঋতুপর্ণা কেউ কাউকে খেয়াল করেননি। সেই মুহূর্তের দৃশ্যই ক্যামেরাবন্দি করে অপপ্রচার করা হচ্ছে। লাল আনারকলি সালোয়ার পরে অজান্তেই শিল্পার সামনে দিয়ে ঋতুপর্ণা চলে গেলেও পরবর্তীতে দুজনে পাশাপাশি বসে অনুষ্ঠান দেখেছেন, একাধিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তাও হয়েছে বলে জানান ঋতুপর্ণা সেনগুপ্ত।

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version