Saturday, November 8, 2025

উলুবেরিয়ায় কুপিয়ে খুন যুবক! ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক যোগ, তদন্তে পুলিশ

Date:

ভোটের প্রাক্কালে উত্তপ্ত উলুবেড়িয়া। বৃহস্পতিবার রাতে চেঙ্গাইল কলাবাগান এলাকায় এক যুবককে কুপিয়ে খুন করার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। মৃতের নাম বাপন মান্না (Bapan Manna)। এলাকার অপর দুই যুবক আকাশ জানা ও সাগর জানা (Akash Jana and Sagar Jana) এই ঘটনার সঙ্গে অভিযুক্ত বলে স্থানীয়দের তরফে জানানো হয়েছে। দুজনেই পলাতক, তদন্তে নেমেছে উলুবেরিয়া থানার পুলিশ(Uluberia Police Station)।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইদের রাতে কলাবাগান এলাকায় বাইকে স্টার্ট দেওয়ার সময় অতিরিক্ত শব্দ হওয়ায় মৃতের দাদা ও তাঁদের বন্ধুদের সঙ্গে সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্তদের। সামান্য কথা কাটাকাটি থেকে শুরু করে বিষয়টি গড়ায় হাতাহাতি পর্যন্ত। প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যস্থতায় গোটা বিষয়টা মিটে যায়। এরপর রাত আড়াইটে নাগাদ দাদা বাড়িতে না ফেরায় বাপন তাঁর খোঁজে যান।তখনই আকাশ জানা ও সাগর জানা বাপনের উপর হামলা চালান বলে অভিযোগ। ছুরি দিয়ে কুপিয়ে খুন করার পাশাপাশি একাধিকবার আঘাত করা হয় যাতে মৃত্যু নিশ্চিত করা যায়। তাঁর আর্তনাদে স্থানীয় বাসিন্দারা চলে এলে অভিযুক্তরা পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বাপনকে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেজিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে এই ঘটনা তা নিয়ে তদন্তে উলুবেরিয়া থানার পুলিশ।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version