Friday, August 22, 2025

কাশি পুলিশের বেশ বদল! আইন শৃঙ্খলা নয়, দর্শনার্থী সামলানোই ‘কর্তব্য’

Date:

মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন নেই, দর্শনার্থীদের সুষ্ঠু দর্শন করানো কর্তব্য পুলিশের। তাই এবার তাঁদের আর পুলিশের পোশাকের প্রয়োজন নেই! যোগিরাজ্যে পুলিশের খাকি উর্দি বদলে পুরোহিতের পোশাক পরিয়ে দেওয়া হল। মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারের (Varanasi Police Commissionerate) তরফে নির্দেশিকা জারি হওয়ার পরই বুধবার পোশাক বদলে গেল কাশি বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath temple) গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। পুলিশের যুক্তি মন্দিরের দর্শনার্থীরা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করেন না। তাই দর্শন ভালোভাবে করানোর জন্য কোনও ‘বিশেষ’ আইনে বদলে দেওয়া হল তাঁদের পোশাক।

মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করা হয় গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা আর খাকিতে থাকবেন না। কমিশনার মহিত আগরওয়ালের (Mohit Agarwal) দাবি, গর্ভগৃহে একাধিক ধাক্কাধাক্কি বা স্পর্শ করার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে পুলিশের ধাক্কায় যারা অভিযোগ করতে চলে আসেন, তাঁরা পুরোহিতের ধাক্কা খেলে অভিযোগ করেন না। তাই পুলিশের পোশাক গর্ভগৃহে থাকবেই না। তাতেই পুলিশের দিকে ওঠা অভিযোগের আঙুল বন্ধ করা যাবে বলে যোগি-পুলিশের দাবি।

এই নির্দেশিকার সঙ্গেই কাশি বিশ্বনাথ মন্দিরের ভক্তদের ‘স্পর্শ করা’র (no touch rule) উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে পুলিশের উপর। মন্দিরের ভিতরে বিশেষ প্রয়োজনেও ভক্তদের গায়ে হাত দিতে পারবে না পুলিশ। প্রয়োজনে দড়ির ব্যবহার করা হতে পারেন। বারাণসী কমিশনারের দেওয়া নির্দেশিকার পরেই যোগি পুলিশের উপর তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর প্রশ্ন পুলিশের কোন ‘ম্যানুয়াল’ (manual) অনুযায়ী পোশাকের এই পরিবর্তন হল? সেই সঙ্গে সন্দেহ প্রকাশ করা হয়, এবার যে কোনও প্রতারক এই পোশাক পরিবর্তনের ফায়দা নিয়ে অপকর্ম করতে পারে।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version