Saturday, November 8, 2025

কাশি পুলিশের বেশ বদল! আইন শৃঙ্খলা নয়, দর্শনার্থী সামলানোই ‘কর্তব্য’

Date:

মন্দিরে আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজন নেই, দর্শনার্থীদের সুষ্ঠু দর্শন করানো কর্তব্য পুলিশের। তাই এবার তাঁদের আর পুলিশের পোশাকের প্রয়োজন নেই! যোগিরাজ্যে পুলিশের খাকি উর্দি বদলে পুরোহিতের পোশাক পরিয়ে দেওয়া হল। মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারের (Varanasi Police Commissionerate) তরফে নির্দেশিকা জারি হওয়ার পরই বুধবার পোশাক বদলে গেল কাশি বিশ্বনাথ মন্দিরের (Kashi Vishwanath temple) গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। পুলিশের যুক্তি মন্দিরের দর্শনার্থীরা আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করেন না। তাই দর্শন ভালোভাবে করানোর জন্য কোনও ‘বিশেষ’ আইনে বদলে দেওয়া হল তাঁদের পোশাক।

মঙ্গলবার বারাণসী পুলিশ কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করা হয় গর্ভগৃহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা আর খাকিতে থাকবেন না। কমিশনার মহিত আগরওয়ালের (Mohit Agarwal) দাবি, গর্ভগৃহে একাধিক ধাক্কাধাক্কি বা স্পর্শ করার অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে পুলিশের ধাক্কায় যারা অভিযোগ করতে চলে আসেন, তাঁরা পুরোহিতের ধাক্কা খেলে অভিযোগ করেন না। তাই পুলিশের পোশাক গর্ভগৃহে থাকবেই না। তাতেই পুলিশের দিকে ওঠা অভিযোগের আঙুল বন্ধ করা যাবে বলে যোগি-পুলিশের দাবি।

এই নির্দেশিকার সঙ্গেই কাশি বিশ্বনাথ মন্দিরের ভক্তদের ‘স্পর্শ করা’র (no touch rule) উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে পুলিশের উপর। মন্দিরের ভিতরে বিশেষ প্রয়োজনেও ভক্তদের গায়ে হাত দিতে পারবে না পুলিশ। প্রয়োজনে দড়ির ব্যবহার করা হতে পারেন। বারাণসী কমিশনারের দেওয়া নির্দেশিকার পরেই যোগি পুলিশের উপর তোপ দেগেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর প্রশ্ন পুলিশের কোন ‘ম্যানুয়াল’ (manual) অনুযায়ী পোশাকের এই পরিবর্তন হল? সেই সঙ্গে সন্দেহ প্রকাশ করা হয়, এবার যে কোনও প্রতারক এই পোশাক পরিবর্তনের ফায়দা নিয়ে অপকর্ম করতে পারে।

 

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version