Thursday, August 21, 2025

মিনি টর্নেডোর দাপটে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ অঞ্চল। প্রায় ১৬০০ বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে।চারদিক জুড়ে শুধুই হাহাকারের চিত্র।ঝড়ে দূর্গতদের বিভিন্ন ভাবে সহযোগিতা করতে চেয়েছে রাজ্য সরকার।

ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর পাশে দাঁড়াতে কিছুতেই রাজ্য সরকারকে অনুমতি দিল না নির্বাচন কমিশন। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন মন্ত্রী শশী পাঁজা।

এদিন তিনি বলেন, অসমের বিহু উৎসবে বিভিন্ন সংগঠনকে টাকা দেওয়ার অনুমতি কমিশন দিয়েছে, অথচ এখানে মানবিক কারণে দুর্গতদের বাড়ি তৈরি করে দিতে চেয়েছিল রাজ্য সরকার। অথচ সেই অনুমতি দেওয়া হলো না। তার অভিযোগ, সবটাই উদ্দেশ্যপ্রণোদিত। শুধুমাত্র বাংলাকে কোনও অনুমতি দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করে দিয়েছেন ২০ হাজার টাকা দেওয়া হয়েছে এরপর আরো ৪০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়ে যাবেন।একটা ন্যায্য দাবিতে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়ে রীতিমতো হেনস্থা হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত লুকিয়ে থাকা দুজনকে দু’ঘণ্টার মধ্যে ধরেছে রাজ্য পুলিশ। এনআইএ তার প্রশংসা করেছে। এই ঘটনার মধ্যে দিয়ে এনআইএর দুর্বলতা প্রকাশ পায়।
আসলে পশ্চিমবঙ্গকে ছোট করে দেখানো ওদের কাজ। নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন সমস্ত রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version