Wednesday, November 5, 2025

প্রচারের তাল কাটলো আলুওয়ালিয়ার, আসানসোলে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

Date:

অনেক টানাপোড়েনের পর আসানসোল (Asansol) কেন্দ্রে শেষ পর্যন্ত সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে (Surinder Singh Ahluwalia) প্রার্থী করেছে বিজেপি (BJP)। এরপর আজ, শনিবার প্রথমবারের জন্য প্রচারে নামেন আলুওয়ালিয়া। কিন্তু প্রথমদিনেই তাল কাটলো। শুরুতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী।

আজ, শনিবার জনসংযোগ করতে কুলটির এলসি মোড় থেকে রোড শো শুরু করেন তিনি আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কিন্তু কেন্দুয়া বাজারের কাছে তাঁর গাড়ি ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা জিশান কুরেশির অনুগামীরা।

বিজেপির ওই নেতার অভিযোগ, তিনি শুরু থেকে বিজেপি করলেও প্রচারের কোনও খবরই তাঁকে দেওয়া হচ্ছে না। এরপরই ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। এরপর প্রার্থীর সামনেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আয়ত্বে এলেও এই ঘটনা পদ্ম শিবিরকে যে নতুন করে প্রবল অস্বস্তির মুখে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফাতেই ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে আসানসোলের প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। কিন্তু পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে পুরোনো সৈনিক সুরিন্দর সিং আলুওয়ালিয়ার উপর ভরসা রাখে বিজেপি। কিন্তু তাঁকে ঘিরে শুরুতেই অশান্তির বাতাবরণ আসানসোলে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version