Sunday, November 9, 2025

প্রচারের তাল কাটলো আলুওয়ালিয়ার, আসানসোলে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী

Date:

অনেক টানাপোড়েনের পর আসানসোল (Asansol) কেন্দ্রে শেষ পর্যন্ত সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে (Surinder Singh Ahluwalia) প্রার্থী করেছে বিজেপি (BJP)। এরপর আজ, শনিবার প্রথমবারের জন্য প্রচারে নামেন আলুওয়ালিয়া। কিন্তু প্রথমদিনেই তাল কাটলো। শুরুতেই দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন আসানসোলের বিজেপি প্রার্থী।

আজ, শনিবার জনসংযোগ করতে কুলটির এলসি মোড় থেকে রোড শো শুরু করেন তিনি আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কিন্তু কেন্দুয়া বাজারের কাছে তাঁর গাড়ি ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আসানসোল পুরসভার ৭৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা জিশান কুরেশির অনুগামীরা।

বিজেপির ওই নেতার অভিযোগ, তিনি শুরু থেকে বিজেপি করলেও প্রচারের কোনও খবরই তাঁকে দেওয়া হচ্ছে না। এরপরই ধুন্ধুমার বেঁধে যায় এলাকায়। এরপর প্রার্থীর সামনেই বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। পুলিশের হস্তক্ষেপে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আয়ত্বে এলেও এই ঘটনা পদ্ম শিবিরকে যে নতুন করে প্রবল অস্বস্তির মুখে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশের প্রথম দফাতেই ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে আসানসোলের প্রার্থী করার কথা ঘোষণা করা হয়। কিন্তু পবন জানিয়ে দেন তিনি লড়বেন না। এরপর থেকেই কে হবেন আসানসোলের প্রার্থী তা নিয়ে বাড়ছিল জল্পনা। অবশেষে পুরোনো সৈনিক সুরিন্দর সিং আলুওয়ালিয়ার উপর ভরসা রাখে বিজেপি। কিন্তু তাঁকে ঘিরে শুরুতেই অশান্তির বাতাবরণ আসানসোলে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version