বাংলা বছরের শেষ দিনে বাড়বে গরম, পয়লাতেও আর্দ্রতা জনিত অস্বস্তির পূর্বাভাস! 

ঝড় বৃষ্টির দুর্যোগকে পিছনে ফেলে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রাক নববর্ষের সকালে গরমের দাপট অব্যাহত। বছরের শুরুতে উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে ঘাম ঝরবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Department)।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, চৈত্র সংক্রান্তিতে উত্তরের ৫ জেলায় বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা থাকছে না। গত ২৪ ঘণ্টায় কলকাতার দিন ও রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। উইকেন্ডে দিনভর আর্দ্রতা জড়িত অস্বস্তি থাকবে দক্ষিণে। শনিবার মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) পৌঁছতে পারে ৩৬ ডিগ্রিতে।

 

Previous articleদ্বিতীয় দফার প্রচারে আজ জলপাইগুড়িতে মমতার সভা 
Next article৫০ ফুট গভীর কূপে এখনও আটকে শিশু, চলছে উদ্ধার কাজ