নতুন বছরের শুরুর দিনে একই বাড়ি থেকে তিন জনের দেহ উদ্ধার। বরানগরের নীরঞ্জন সেন নগরে একই পরিবারে তিন জনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা পচা দুর্গন্ধ পান। বরানগর থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে তিন জনের মৃতদেহ রক্তাক্ত অবস্থা মাটিতে পড়ে রয়েছে। পুলিশ সূত্রকে জানা গিয়েছে, সবারই গলায়, ঘাড়ে এবং পিঠে ধারাল অস্ত্রের কোপানোর আঘাত রয়েছে। সাড়া ঘরে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত।
পুলিশ প্রাথমিক অনুমান, অভিজিৎ বাবা ও ছেলেকে বিষাক্ত কিছু খাইয়ে পরে কুপিয়ে খুন করে। শেষে আত্মঘাতী হয়। অথবা চতুর্থ কোনও ব্যক্তি তাঁদের কুপিয়ে খুন করে থাকতে পারে। পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। তবে পুলিশকে এটাও ভাবাচ্ছে, যেহেতু দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাই বাইরে থেকে চতুর্থ কোনও ব্যক্তির ভিতরে ঢোকার সম্ভাবনা কম।