Monday, August 25, 2025

ভোটের মুখে আসানসোলে শুটআউট! অফিসে ঢুকে ব্যাবসায়ীকে গুলি করে চম্পট দুষ্কৃতীর

Date:

লোকসভা ভোটের(Loksabha Election) মুখে ফের রাজ্যে শুটআউট (Shootout)! সোমবার দূর্ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে আসানসোল (Asansol)। সূত্রের খবর, এদিন সকালে একটি মাইক্রো ফিন্যান্সের (Micro Finance)অফিসে ঢুকে একেবারে সোজা কর্নধারকেই গুলি করে খুনের অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর নিহত ব্যবসায়ীর নাম উমাশঙ্কর চৌহান। মৃতের অফিসের সহকর্মীরা জানিয়েছেন, রবিবারই চেন্নাই থেকে ফিরেছিলেন উমাশঙ্কর। সোমবার সকালে অফিসে এসে কর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। এমন সময় আচমকাই মুখে গামছা বেঁধে এক দুষ্কৃতী উমাশঙ্করের অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যবসায়ীর।

এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ পৌঁছে ব্যবসায়ীর দেহ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ব্যবসায়ীর মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে উমাশঙ্করের অফিসের এক কর্মী জানান, আজ সকালে উনি অফিসে এসে আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় এক জন এসে বলেন যে, তিনি টাকা দিতে এসেছেন। তবে যাঁর নাম করে টাকা দিতে এসেছিলেন, তাঁর নাম কখনও শুনিনি। এরপর ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যান।

 

কিছু সময় পরে ওই দুষ্কৃতী মুখে গামছা বেধে অফিসে ঢুকে উমাশঙ্করকে লক্ষ্য করে চার-পাঁচ বার গুলি চালায়। কাজ মিটতেই মুহূর্তের মধ্যে অফিস ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের মুখে কে ওই ব্যবসায়ীকে খুন করল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version