ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে ধস নামল শেয়ার বাজারে। সোমবার সকাল হতেই পতন হতে শুরু করে শেয়ার দরের। দিনের শুরুতেই সেনসেক্সে ৭৩৬ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়ায় ৭৩,৫০৮-এ। অন্যদিকে নিফটির সূচকেও ২৩৪ পয়েন্ট পতন হয়ে নেমে দাঁড়িয়েছে ২২,২৮৫-এ।দালাল স্ট্রিটের এই পরিস্থিতিতে মাথায় হাত লগ্নিকারীদের।
যা পরিস্থিতি, শেয়ারে লগ্নিকারীরা ৮.২১ লক্ষ কোটি লোকসানের মুখ দেখতে হবে লগ্নিকারীদের। টাটা মোটর্স, বাজাজ ফিনান্স সার্ভিস, টাটা স্টিল, বাজাজ ফিনান্স, NTPC, এসবিআইয়ের মতো সংস্থার শেয়ার জোর ধাক্কা খেয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই সপ্তাহে বাজারের উপর একাধিক বিষয় নির্ভরশীল। দেশের পাইকারি মুদ্রাস্ফীতির তথ্য, চিনের জিডিপি বৃদ্ধির হার, মার্কিন উৎপাদন ইত্যাদি কারণে শেয়ার বাজারের উপর প্রভাব পড়বে।
ইরান-ইজরায়েলের যুদ্ধের আবহে বিরাট ধস শেয়ার বাজারে,৮.২১ লক্ষ কোটি লোকসান!
Date:
Share post: