Thursday, August 21, 2025

IPS ট্রেনিং চলাকালীন সিভিল সার্ভিসে প্রথম, ১,০১৬ জনের তালিকা প্রকাশিত

Date:

ইউপিএসসি (UPSC) থেকে ২০২৩ সিভিল সার্ভিসেস একজামিনেশনের (CSE) ফল প্রকাশিত হল। তালিকায় স্থান পেয়েছেন ১,০১৬ জন যাঁদের দেশের সর্বোচ্চ আধিকারিক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তালিকায় প্রথম স্থানে রয়েছেন আদিত্য শ্রীবাস্তব (Aditya Srivastava)। দ্বিতীয় স্থানে রয়েছেন অনিমেশ প্রধান (Animesh Pradhan)। তৃতীয় স্থানে রয়েছেন দোনুরু অনন্যা রেড্ডি (Donuru Ananya Reddy), যিনি মহিলাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। প্রথম স্থানাধিকারী অদিত্য বর্তমানে হায়দ্রাবাদে IPS প্রশিক্ষণ নিচ্ছেন। তারই মধ্যে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়ে একেবারে দেশের সেরা আদিত্য।

উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ের আদিত্য শ্রীবাস্তব আইআইটি কানপুর (IIT Kanpur) থেকে এমটেক পাশ করে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। ২০২২ সালে সিভিল সার্ভিসে ২৩৬ ব়্যাঙ্ক করে আইপিএস (IPS) জয়েন করেন। বেঙ্গল ক্যাডারের এই আইপিএস বর্তমানে হায়দ্রাবাদে ট্রেনিং-এ রয়েছেন। সেখান থেকেই ফের ইউপিএসসি-র প্রস্তুতি নেন। ‘সিস্টেমের জন্য ইতিবাচক ভূমিকা নেওয়ার’ নেশাই তাঁকে সিভিল সার্ভিসে প্রথম স্থান এনে দিয়েছে।

অন্যদিকে দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ প্রধান ওড়িশ্যার বাসিন্দা। তালচেরের অনিমেষের বাবা-মা মারা যাওয়ার পরও আইআইটি রৌরকেল্লা (IIT Rourkela) থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করেন। তৃতীয় স্থানাধিকারিনী অনন্যা রেড্ডি তেলেঙ্গানার (Telengana) মেহবুবনগরের বাসিন্দা। সিভিল সার্ভিসে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ৩৯ জন স্থানাধিকারীর মধ্যে একজন অনন্যা।

সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ হয়েছেন, পিকে সিদ্ধার্থ রামকুমার৷ রামকুমার ত্রিবান্দ্রমের বাসিন্দা৷ পঞ্চম স্থান লাভ করেছেন রুহানি৷ রুহানি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন কলেজ থেকে অর্থনীতি নিয়ে স্নাতক পাশ করেছেন৷ আবার কর্ণাটকের (Karnataka) সান্তাপ্পা কুরুবারা সিভিল সার্ভিসে ৬৪৪ ব়্যাঙ্ক করেছেন। তিনি ব্যাঙ্গালুরু (Bengaluru) পুলিশ কমিশনারেটে সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। ব্যাঙ্গালুরু শহরে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের পুণর্বাসনে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছিলেন। সেই পদে কর্মরত অবস্থাতেই এবার তিনি সিভিল সার্ভিসে সফল।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version