Monday, May 5, 2025

ভোটের দিন উদয়নকে “গৃহবন্দি” রাখার আর্জি নিশীথের! পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রীও

Date:

আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। দেশজুড়ে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিন আসন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে। আজই প্রচার শেষ হচ্ছে এই তিন কেন্দ্রে। আর সেই আবহে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বিরুদ্ধে কমিশনকে চিঠি দিলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

উদয়ন গুহ যেন ভোটের দিন নিজের বুথ এলাকার বাইরে বেরোতে না পারেন। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। যদিও রাজ্যের মন্ত্রী উদয়ন পাল্টা নিশীথের বিরুদ্ধে অভিযোগ করেছেন। উদয়নের দাবি,
তিনি নিজেই আক্রান্ত। ২০২১ বিধানসভা নির্বাচনের পর নিশীথ প্রামাণিকের গুণ্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছিল তাঁকে। লোকসভা ভোটের আগেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে টার্গেট করেছে।

কমিশনকে দেওয়া চিঠিতে নিশীথ লেখেন, “উদয়ন গুহ গুন্ডামির মূল পাণ্ডা। নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়া পরেও আমার র‌্যালিতেই দু’বার আক্রমণ করেছেন।” ২০২১ সালের বিধানসভা ভোটের পর অশান্তির প্রসঙ্গ উদাহরণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, ভোট পরবর্তী ‘হিংসা’ নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে উদয়নের নামের উল্লেখ ছিল। এমনকি, চিঠিতে নিশীথ উদয়ন সম্পর্কে লিখেছেন, ‘‘উনি তৃণমূলের দুষ্কৃতীদের মধ্যে ঘৃণাভাষণের জন্য বিখ্যাত।’’

নিশীথের আরও অভিযোগ, উদয়নের বিধানসভা এলাকা দিনহাটায় ভোটের সময় তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ-না করলে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে ভোট সম্ভব নয়। তাই আগামী ১৯ মে, কোচবিহার লোকসভায় ভোটের দিন উদয়নের গতিবিধি বেঁধে দেওয়া হোক তাঁর বুথের মধ্যেই।

অন্যদিকে উদয়ন গুহের দাবি, ভোট ঘোষণার পর থেকে তাঁকেই একাধিক বার আক্রান্ত হতে হয়েছে। তাঁর উপর হামলা হয়েছে। উদয়নের মন্তব্য, ‘‘আসলে ওর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আমাকে রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে। সেটা বুঝে এখন এমন অবান্তর সব অভিযোগ করছেন।’’ উদয়নের আরও দাবি,‘‘আসলে আমিও চাই আমাকে গৃহবন্দি করুক। তার প্রতিক্রিয়াটা কী হয় দেখতে পাবে ওরা। আসলে এ সব করে ভোট লুটের পরিকল্পনা হচ্ছে। কারণ, আমি উপস্থিত থাকলে এ সব হবে না। তবে ভয় নেই, ভোটের দিন হাজার উদয়ন গুহ রাস্তায় থাকবে।’’




 

Related articles

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...

ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত হাওড়ায়! মৃত প্রেমিকাকে বিয়ে করে নজির গড়লেন সাগর

ভালোবাসার এমন পরিণতি খুব কমই দেখা যায়। প্রেমিকা প্রাণ ত্যাগ করেছেন আগেই, কিন্তু প্রেমিক তাঁর শেষ ইচ্ছেকে পূরণ...

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...
Exit mobile version