Sunday, January 11, 2026

প্রথম দফায় ‘তিনে তিন’; উত্তরের সব আসন তৃণমূলের, দাবি নেতৃত্বের

Date:

Share post:

আলিপুরদুয়ারের সাধারণ মানুষের প্রতিক্রিয়া থেকেই তৃণমূলের উত্তরের তিন প্রার্থীর নিশ্চিত জয়ের দাবি তৃণমূল নেতৃত্বের। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা, রোড শো করে প্রমাণ করে দিয়েছেন মানুষের সমর্থন কার সঙ্গে। পাশাপাশি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ তৃণমূলের সমর্থনে আছেন। আর তার প্রধান কারণ হিসাবে উঠে এসেছে কেন্দ্র সরকার যখন মানুষের প্রতি বঞ্চনা করেছে তখন রাজ্যের সরকার মানুষের ভাঁড়ার ভরেছে আর্থিক ভাতা ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশচিক বরাইককে সঙ্গে নিয়ে তৃণমূল নেতৃত্ব বুধবার তিনে তিন করার আত্মবিশ্বাসী বলে দাবি করেন তৃণমূল নেতৃত্ব।

দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার তিন কেন্দ্রেই নির্বাচনের দিন অর্থাৎ শুক্রবার নির্বাচন শেষে তিন প্রার্থীর শরীরী ভাষা বলে দেবে তাঁরা জিতছেন, দাবি তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি বলেন, ” দুটো সরকারের তুলনা করছেন মানুষ। একটা সরকার পেট্রোল, ডিজেল, খাদ্যসামগ্রী, জীবনদায়ী ওষুধ থেকে সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে। উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন, কন্যাশ্রী থেকে শুরু করে রাস্তাঘাট, জল, আলো, কর্মসংস্থানের মতো একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। দুটো সরকারের মধ্যে পাঁচশো টাকার তফাত। মোদি সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও পাঁচশো টাকা বাড়িয়েছে। তফাত একটাই, মোদি সরকার রান্নার গ্যাসে বাড়িয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়েছে।”

কেন্দ্রের বঞ্চনার কথা তুলে ধরতে গিয়ে নরেন্দ্র মোদির চাবাগান অধিগ্রহণের প্রতিশ্রুতির কথা যেমন তুলে ধরেন তিনি, তেমনই অমিত শাহর নারায়ণী সেনা গঠনের প্রতিশ্রুতিও কতটা ভাঁওতা তা তুলে ধরেন কুণাল ঘোষ। সেই সঙ্গে তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার উল্লেখ করেন চাবাগানের মহিলাদের নিজেদের টাকা শুধুমাত্র হাতের ছাপ বদলে যাওয়ায় তুলতে দেয়নি কেন্দ্র সরকার। চা পাতা তুলতে গিয়ে তাঁদের হাতের রেখা নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু কোনও বিকল্পের পথ না খুলেই তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে দেয় কেন্দ্র সরকার। সেই বঞ্চনাও শুধু বাংলার জন্য। আর সেই বঞ্চনার বিরুদ্ধেও রায় দেবে মানুষ, দাবি জয়প্রকাশের।

আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিক বরাইক রাজ্যসভার সাংসদ হিসাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলন করেছিলেন। তিনি গ্রেফতারও হয়েছিলেন। ঠিক তার উল্টোদিকে বিজেপির আলিপুরদুয়ারের সাংসদের এলাকার মানুষের দায়বদ্ধতা কেমন তাও উদাহরণ দিয়ে তুলে ধরেন কুণাল ঘোষ। তিনি মনে করিয়ে দেন, “কেন্দ্র সরকারের হাফ মন্ত্রী জন বার্লা সাংসদ হিসাবে বান্দাবানি চা বাগান দত্তক নিয়েছিলেন। অথচ করোনা মহামারি চলেছে যখন তখন একবারও সেখানে যাননি।”

 

spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...