চৈত্র নবরাত্রি। দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী। পুরাণ মতে মনে করা হয় এই দিনেই জন্মেছিলেন ভগবান শ্রীরাম। রাম জন্মভূমি অযোধ্যায় প্রতি বছর এই দিনটি বিশাল ধুমধাম করে পালন করা হয়। এবার তার জৌলুস বহুগুণ বেড়ে গিয়েছে। সৌজন্যে রাম মন্দির। সেখানে রামের নবনির্মিকত মন্দিরে প্রসাদ হিসেবে পাঠানো হচ্ছে ১ লাখ ১১ হাজার ১০১ কিলো লাড্ডু।
আবার গোটা দেশের মতো দিনটিকে ঘিরে উন্মাদনা রয়েছে রাজ্যেও। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বের হবে রাম নবমীর শোভাযাত্রা। এই ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কলকাতা ও শহরতলি এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা।
লালবাজারের নির্দেশিকা অনুযায়ী কোনও মিছিলে ২০০ জনের বেশি থাকা যাবে না। কোথাও অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। ব্যবহার করা যাবে না ডিজে। বিগত বছরগুলিতে রাম নবমীর মিছিলকে ঘিরে অশান্তি হয়েছে রাজ্যের কয়েকটি জায়গায়। হাওড়ার দু’একটি জায়গায় গতবারও অশান্তি হয়েছে। এনিয়ে সতর্ক থাকছে প্রশাসন। প্রতিটি মিছিলে থাকতে হবে অ্যাসিসট্যান্ট কমিশনার পদমর্যাদা একজন পুলিস আধিকারিককে। গোটা কলকাতায় সার্ভিল্যান্সের দায়িত্বে থাকবেন জয়েন্ট সিপি পদমর্যাদার একজন আধিকারিক।
কোনওরকম অশান্তি রুখতে গোটা কলকাতা জুড়ে মোতায়েন করা হচ্ছে ৫ হাজার পুলিশ। এছাড়াও তৈরি রাখা হয়েছে কমব্যাট ফোর্স ও RAF-কে। স্পর্শকাতর এলাকাগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ।