মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাতে! ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় ১০ জনের মৃত্যু

মর্মান্তিক পথ দুর্ঘটনা গুজরাতে। ট্রেলারের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১০ জনের। ঘটনাটি ঘটেছে গুজরাতের আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়েতে। ধাক্কার ফলে একদম দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ওই গাড়িতেই ১০ জন ছিলেন বলে খবর। তাঁদের কাউকেই বাঁচানো যায়নি।

জানা গিয়েছে বড় চার চাকার গাড়িটি বরোদা থেকে আমদাবাদের দিকে যাচ্ছিল। আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছিল গাড়িটি। তাতে মোট ১০ জন ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের উপরে একটি ট্রেলার ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আট জনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি দু’জনও প্রাণ হারান। প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দু’টি অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনার ফলে আমদাবাদ-বরোদা এক্সপ্রেসওয়েতে দীর্ঘ সময়ের জন্য যানজট তৈরি হয়েছিল।

আরও পড়ুন- ইস্তেহার প্রকাশের কয়েক মিনিটের মধ্যেই ট্রেন্ডিং ‘দিদির শপথ’