Friday, August 29, 2025

কী করেছে বিজেপি? উত্তরের মানুষের জন্য উন্নয়নের জোয়ার এনেছে তৃণমূল, খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

Date:

উনিশের লোকসভা নির্বাচনে মানুষকে ভুল বুঝিয়ে ভাঁওতাবাজি দিয়ে উত্তরের বেশিরভাগ আসনই নিজেদের দখলে রেখেছিল বিজেপি। কিন্তু গত পাঁচ বছরে উত্তরের জেলাগুলিতে উন্নয়নমূলক কোনও কাজ তো করেইনি, উল্টে উত্তরকে ক্রমাগত অবহেলা করেছে বিজেপির সাংসদরা। বরং উত্তরের মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল সরকারই উন্নয়নের জোয়ার এনেছে উত্তরেও। মঙ্গলবার জলপাইগুড়িতে নির্বাচনী সভার মঞ্চ থেকে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী-রূপশ্রী-পথশ্রী, রাজ্যের সমস্ত প্রকল্পের ঢেউ আছড়ে পড়েছে পাহাড়ে।

এদিন সেই খতিয়ান দিতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, ৬০ বছর হয়ে গেলে এতদিন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হত না। এবছর এমন ৬ লক্ষ মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হতেন। কিন্তু আমরা বাজেটেই বলে দিয়েছি ৬০ বছর নয়, মা-বোনেরা সারা জীবনই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বর্তমানে প্রায় ১ কোটি ১৩ লক্ষ মা লক্ষ্মীরা এই প্রকল্পে সুবিধা পান। কন্যাশ্রী প্রকল্পে সুবিধা পায় প্রায় ১ কোটি, শিক্ষাশ্রী রয়েছে প্রায় ৮৫ লক্ষ তফসিলি-আদিবাসী ছাত্র-ছাত্রী, লোকপ্রসার শিল্পী রয়েছেন ২ লক্ষ। এতদিন দ্বাদশ শ্রেণিতে উঠলেই সবাই স্মার্ট কার্ড পেত, এবার থেকে একাদশেও দেওয়া হবে।

জলপাইগুড়ির প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে সভা থেকে উত্তরের মানুষের উদ্দেশে নেত্রী আরও বলেন, সবুজসাথী প্রকল্পে নবম শ্রেণিতেই সবাই সাইকেল পায়। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই কন্যাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে। ওবিসিদের জন্য রয়েছে মেধাশ্রী, সংখ্যালঘুদের জন্য রয়েছে ঐক্যশ্রী আছে। কোনও কিছু বাকি আছে কি? আমরা সবাইকে নিয়ে চলি, এটাই আমাদের গৌরব। কিন্তু বিজেপি কী করেছে উত্তরের মানুষের জন্য?

আরও পড়ুন- হাঁসফাঁস গরম দক্ষিণবঙ্গে! তাপপ্রবাহে রাজ্যে মৃত্যু ২

Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version