Sunday, November 2, 2025

২২ এপ্রিল থেকেই রাজ্যে সরকারি স্কুলে গরমের ছুটি, জারি বিজ্ঞপ্তি

Date:

ভোটের উত্তাপকে পিছনে ফেলে বাড়ছে বাংলার তাপমাত্রার পারদ। এই কারণে আরও এগোলো স্কুলের গরমের ছুটি। ২২ এপ্রিল থেকেই রাজ্য সরকারি ও সরকার পোষিত  স্কুলগুলিতে (School) গরমের ছুটি পড়ছে। বৃহস্পতিবার, বিজ্ঞপ্তি জারি করে জানাল স্কুল শিক্ষা দফতর (Education Department)। বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হবে। প্রবল তাপপ্রবাহের কারণে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করবে। সেই মতো এদিন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।

আগে স্কুলে গরমের ছুটি কদিন এগিয়ে ৬ মে থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তীব্র দহনের কারণে তা আরও এগোনোর সিদ্ধান্ত নেওয়া হল। তবে দার্জিলিং, কালিম্পং জেলার স্কুলগুলি এই ছুটির আওতায় পড়বে না। রাজ্যে কয়েকদিন ধরেই লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। দক্ষিণের ৮ জেলায় সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে পড়ুয়াদের জন্য কয়েকটি জেলায় সকালে স্কুল চালু করা হয়েছে। কলকাতার কিছু স্কুলে ওয়াটার বেল ব্যবস্থা চালু হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর বেল বাজানো হচ্ছে, যাতে পড়ুয়ারা (School) পর্যাপ্ত জল খায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত সপ্তাহ দুয়েক এই পরিস্থিতির পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দফতর (Education Department) গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। এদিন বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।





Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version