উত্তরবঙ্গে বিক্ষিপ্ত অশান্তি, সকাল ন’টা পর্যন্ত ভোটদানের হার à§§à§«.৯ শতাংশ

লোকসভা নির্বাচনের প্রথম দফায় (First Phase of Loksabha Election in North Bengal) উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন। মেঘলা আকাশে মহিলা ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি নজর কেড়েছে তিন জেলাতেই। বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও কোচবিহার ছাড়া বাকি দুই জেলায় মোটের উপর ভোট শান্তিপূর্ণ। সকাল ন’টা পর্যন্ত সার্বিক ভোটের হার à§§à§«.৯ শতাংশ।

নির্বাচন কমিশনের (EC) দেওয়া তথ্য অনুযায়ী, সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর সকাল ন’টা পর্যন্ত দু ঘণ্টায় কোচবিহারে ভোটদানের হার (Vote percentage) à§§à§«.২৬ শতাংশ। এই জেলায় তৃণমূল কর্মীদের উপর বিজেপি এজেন্টদের চড়াও হওয়ার খবর মিলেছে। সকাল থেকেই সক্রিয় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। আক্রান্ত কর্মীকে হাসপাতালে দেখতে যাওয়া থেকে শুরু করে দিনহাটা পুলিশ স্টেশনে অভিযোগ করা সবেতেই শিরোনামে উদয়ন। জলপাইগুড়িতে সকাল ন’টা পর্যন্ত ভোট পড়েছে à§§à§«. ৯১ শতাংশ। আলিপুরদুয়ারে ভোটদানের হার একটু কম, ১৪.à§§à§© শতাংশ। উত্তরের এই দুই জেলায় এখনও পর্যন্ত অশান্তির খবর মেলেনি।