Monday, August 25, 2025

সারা ভারতে বিজেপি ক্ষমতায় আসছে না। অত চিন্তা করার কারণ নেই। আর এজেন্সিগুলিকেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। তথ্য দিয়ে বোঝালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার মালদহের জোড়া সভা থেকে তাঁর হুঙ্কার, এবার লোকসভায় বিজেপি বলছে ৪০০ পার করবে! বিজেপি (BJP) এবার পগার পার হয়ে যাবে।

এদিন তথ্য-পরিসংখ্যান দিয়ে মমতা বলেন, বিজেপি কেরালায় আসন পাবে না। তামিলনাড়ুতেও পাবে না। বাংলায় পাবে না। কর্নাটকে কি ওরা বেশি আসন পাবে? রাজস্থানে, বিহারে, মহারাষ্ট্রে, এমনকী উত্তরপ্রদেশেও ওরা সব আসন পাবে না। রাজস্থান, মধ্যপ্রদেশে হাফ-হাফ হয়ে যাবে। দিল্লিতে, পঞ্জাবেও ওরা পাবে না। তাহলে কোন হিসেবে ৪০০ আসন হবে ওদের? তিনি বলেন, গতবার সব আসন পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে। ও রকম ওরা বলে। ২০২১-এ বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছে। এবারও একই অবস্থা হবে। ৪০০ পার নয়, ওরা পগার পার হবে।

মুখ্যমন্ত্রীর সাফ কথা, এতই যদি কনফিডেন্স, তাহলে কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হচ্ছে, কেন  স্টেট পুলিশকে রাখছে না। এত ভয়! বিজেপি (BJP) এখন ‘ভাই ভাই সঙ্ঘ’ তৈরি করেছে সিবিআই-ইডিকে নিয়ে। ভিডিও তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে চমকাচ্ছে। তাই একটা ভোটও যেন বিজেপিতে না যায়। “যদি ঈশ্বরে বিশ্বাস করেন, মাতৃ-পিতৃ দেবতাকে বিশ্বাস করেন, তবে এই বিজেপি আর নয়“ -বার্তা তৃণমূল নেত্রীর।




Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version