Saturday, November 8, 2025

সারা ভারতে বিজেপি ক্ষমতায় আসছে না। অত চিন্তা করার কারণ নেই। আর এজেন্সিগুলিকেও ভয় পাওয়ার কোনও কারণ নেই। তথ্য দিয়ে বোঝালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার মালদহের জোড়া সভা থেকে তাঁর হুঙ্কার, এবার লোকসভায় বিজেপি বলছে ৪০০ পার করবে! বিজেপি (BJP) এবার পগার পার হয়ে যাবে।

এদিন তথ্য-পরিসংখ্যান দিয়ে মমতা বলেন, বিজেপি কেরালায় আসন পাবে না। তামিলনাড়ুতেও পাবে না। বাংলায় পাবে না। কর্নাটকে কি ওরা বেশি আসন পাবে? রাজস্থানে, বিহারে, মহারাষ্ট্রে, এমনকী উত্তরপ্রদেশেও ওরা সব আসন পাবে না। রাজস্থান, মধ্যপ্রদেশে হাফ-হাফ হয়ে যাবে। দিল্লিতে, পঞ্জাবেও ওরা পাবে না। তাহলে কোন হিসেবে ৪০০ আসন হবে ওদের? তিনি বলেন, গতবার সব আসন পেয়ে ৩০৩ হয়েছিল। ৪০০ কী করে হবে। ও রকম ওরা বলে। ২০২১-এ বলেছিল বাংলায় ২০০ পার করবে। ১০০ পার করতে পেরেছিল? ৮০ পার করতে পেরেছিল? যে ৭৭টা পেয়েছিল, তার মধ্যে ১০ জন আমাদের সঙ্গে চলে এসেছে। এবারও একই অবস্থা হবে। ৪০০ পার নয়, ওরা পগার পার হবে।

মুখ্যমন্ত্রীর সাফ কথা, এতই যদি কনফিডেন্স, তাহলে কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হচ্ছে, কেন  স্টেট পুলিশকে রাখছে না। এত ভয়! বিজেপি (BJP) এখন ‘ভাই ভাই সঙ্ঘ’ তৈরি করেছে সিবিআই-ইডিকে নিয়ে। ভিডিও তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে চমকাচ্ছে। তাই একটা ভোটও যেন বিজেপিতে না যায়। “যদি ঈশ্বরে বিশ্বাস করেন, মাতৃ-পিতৃ দেবতাকে বিশ্বাস করেন, তবে এই বিজেপি আর নয়“ -বার্তা তৃণমূল নেত্রীর।




Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...
Exit mobile version