Wednesday, November 5, 2025

নজরে দ্বিতীয় দফা! আজ মালদহে জোড়া সভা মমতার, প্রচার সভা-রোড শো অভিষেকেরও

Date:

শুক্রবার বাংলার ৩ আসনে শেষ হয়েছে প্রথম দফার (First Phase) ভোটগ্ৰহণ (Voting)। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৬ এপ্রিল, শুক্রবার। ওই দফায় বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জে হতে চলেছে নির্বাচন। এবার ভোট হতে চলা আসনগুলিতে শনিবার থেকেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মালদহে জোড়া সভা রয়েছে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আজই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা এবং রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা, অভিষেকের প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

শনিবার মালদহের গাজোল ও এনায়েতপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ইতিমধ্যে সেই সভার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে গাজল কলেজ মাঠে নির্বাচনী সভা করবেন মমতা। শনিবার সকাল হতেই ধীরে ধীরে সেখানে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সভানেত্রীর সফরসূচি নির্দিষ্ট হওয়ার পর থেকে শুরু হয়েছে মাঠ সাজানোর কাজ। ইতিমধ্যেই হেলিকপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার নামার ট্রায়াল রান হয়েছে শুক্রবার। এদিকে প্যান্ডেল তৈরির কাজের প্রস্তুতি তদারকি করতে হাজির ছিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদূর রহিম বক্সী। তিনি আশাবাদী, তীব্র দহন উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক কর্মী সমর্থকেরা গাজলের জনসভা সফল করতে হাজির থাকবেন।

অন্যদিকে, এদিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওইদিন বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে একটি রোড শোও করবেন অভিষেক। প্রথম দফার ভোটের পর শুক্রবারই অবশ্য তৃণমূল দাবি করেছে, তিন কেন্দ্রেই ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সমর্থনে ভোট হয়েছে। মহিলাদের বিপুল ভোটদানে আশা দেখছে তৃণমূল।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version