Friday, December 19, 2025

নজরে দ্বিতীয় দফা! আজ মালদহে জোড়া সভা মমতার, প্রচার সভা-রোড শো অভিষেকেরও

Date:

Share post:

শুক্রবার বাংলার ৩ আসনে শেষ হয়েছে প্রথম দফার (First Phase) ভোটগ্ৰহণ (Voting)। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৬ এপ্রিল, শুক্রবার। ওই দফায় বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জে হতে চলেছে নির্বাচন। এবার ভোট হতে চলা আসনগুলিতে শনিবার থেকেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মালদহে জোড়া সভা রয়েছে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আজই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা এবং রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা, অভিষেকের প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

শনিবার মালদহের গাজোল ও এনায়েতপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ইতিমধ্যে সেই সভার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে গাজল কলেজ মাঠে নির্বাচনী সভা করবেন মমতা। শনিবার সকাল হতেই ধীরে ধীরে সেখানে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সভানেত্রীর সফরসূচি নির্দিষ্ট হওয়ার পর থেকে শুরু হয়েছে মাঠ সাজানোর কাজ। ইতিমধ্যেই হেলিকপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার নামার ট্রায়াল রান হয়েছে শুক্রবার। এদিকে প্যান্ডেল তৈরির কাজের প্রস্তুতি তদারকি করতে হাজির ছিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদূর রহিম বক্সী। তিনি আশাবাদী, তীব্র দহন উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক কর্মী সমর্থকেরা গাজলের জনসভা সফল করতে হাজির থাকবেন।

অন্যদিকে, এদিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওইদিন বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে একটি রোড শোও করবেন অভিষেক। প্রথম দফার ভোটের পর শুক্রবারই অবশ্য তৃণমূল দাবি করেছে, তিন কেন্দ্রেই ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সমর্থনে ভোট হয়েছে। মহিলাদের বিপুল ভোটদানে আশা দেখছে তৃণমূল।


spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...