Saturday, November 8, 2025

নজরে দ্বিতীয় দফা! আজ মালদহে জোড়া সভা মমতার, প্রচার সভা-রোড শো অভিষেকেরও

Date:

শুক্রবার বাংলার ৩ আসনে শেষ হয়েছে প্রথম দফার (First Phase) ভোটগ্ৰহণ (Voting)। দ্বিতীয় দফার নির্বাচন আগামী ২৬ এপ্রিল, শুক্রবার। ওই দফায় বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জে হতে চলেছে নির্বাচন। এবার ভোট হতে চলা আসনগুলিতে শনিবার থেকেই প্রচার শুরু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ মালদহে জোড়া সভা রয়েছে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আজই উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সভা এবং রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা, অভিষেকের প্রচার ঘিরে তুমুল উদ্দীপনা কর্মী-সমর্থকদের মধ্যে।

শনিবার মালদহের গাজোল ও এনায়েতপুরে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ইতিমধ্যে সেই সভার প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ে সমর্থনে গাজল কলেজ মাঠে নির্বাচনী সভা করবেন মমতা। শনিবার সকাল হতেই ধীরে ধীরে সেখানে ভিড় জমাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল সভানেত্রীর সফরসূচি নির্দিষ্ট হওয়ার পর থেকে শুরু হয়েছে মাঠ সাজানোর কাজ। ইতিমধ্যেই হেলিকপ্টার নামার জন্য তৈরি হয়েছে হেলিপ্যাড। হেলিকপ্টার নামার ট্রায়াল রান হয়েছে শুক্রবার। এদিকে প্যান্ডেল তৈরির কাজের প্রস্তুতি তদারকি করতে হাজির ছিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদূর রহিম বক্সী। তিনি আশাবাদী, তীব্র দহন উপেক্ষা করেও প্রায় লক্ষাধিক কর্মী সমর্থকেরা গাজলের জনসভা সফল করতে হাজির থাকবেন।

অন্যদিকে, এদিন রায়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওইদিন বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে একটি রোড শোও করবেন অভিষেক। প্রথম দফার ভোটের পর শুক্রবারই অবশ্য তৃণমূল দাবি করেছে, তিন কেন্দ্রেই ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সমর্থনে ভোট হয়েছে। মহিলাদের বিপুল ভোটদানে আশা দেখছে তৃণমূল।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version