পথ দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন পঙ্কজ ত্রিপাঠি!

বাংলায় আসার পথে দুর্ঘটনা, নিকট আত্মীয়কে হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)। সূত্রের খবর শনিবার বিকেলে বিহারের গোপালগঞ্জ থেকে বাংলায় আসছিলেন পঙ্কজের বোন সবিতা এবং তাঁর স্বামী রাকেশ(Rakesh)। রাকেশ নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আচমকাই ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। দুজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও ভগ্নিপতিকে বাঁচানো যায়নি। পঙ্কজের বোন আপাতত চিকিৎসাধীন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে দ্রুত সবিতা এবং রাকেশকে উদ্ধার করা হয়। তাঁদের নিয়ে যাওয়া হয় ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে। পঙ্কজের বোন সবিতার পা ভেঙে গিয়েছে, যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রাকেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।