Tuesday, November 4, 2025

বালি স্টেশনের কাছে অগ্নিকাণ্ড! ব্যহত ট্রেন চলাচল, ছুটির দিনে নাকাল নিত্যযাত্রীরা

Date:

বালি স্টেশনের (Bally Station) কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড! রবিবার সন্ধেয় স্টেশনের ৩ নম্বর লাইনের কাছে একটি ঝোপে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে ব্যহত ট্রেন চলাচল। তবে দুর্ঘটনার জেরে রবিবার ছুটির দিনে বাইরে বেরিয়ে নাকাল হতে হয় যাত্রীদের। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাময়িক ভাবে ট্রেন চলাচল (Train Service) বন্ধ রাখা হয়েছে বলে খবর। এদিন পরিস্থিতি বেগতিক বুঝেই খবর দেওয়া হয় দমকলে। পরে বালি ষ্টেশনে দমকলবাহিনী পৌঁছে ইতিমধ্যে আগুন নেভানোর কাজ শুরু করেছে বলে রেল সূত্রে খবর।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন বিকেল ৫ টার পর আচমকাই ৩ নম্বর লাইনের পাশের ওই ঝোপে আচমকাই আগুন লেগে যায়। এদিকে আগুন নেভাতে গিয়ে মাথা খারাপ হওয়ার জোগাড় হয় দমকলকর্মীদের। কারণ যেখানে আগুন লেগেছে তার থেকে বালি স্টেশনের দূরত্ব একটু হলেও দূরে। আর সেকারণে ঘটনাস্থলে আগুন নেভানোর কোনও ব্যবস্থা না দেখতে পেয়েই বালি স্টেশন থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে জোরকদ্মে আগুন নেভানোর কাজে হাত লাগান দমকল ও রেল কর্মীরা।

ঘটনার জেরে বিকেল ৫ টার পর থেকেই কর্ড ও মেইন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে খবর। তবে দমকলের প্রাথমিক অনুমান প্রচণ্ড দাবদাহের জেরেই এমন সমস্যা। তবে দমকল আধিকারিকরা জানিয়েছেন আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকলেও তা নেভাতে আরও বেশ কিছুক্ষণ সময় দিতেই হবে। এদিন রেলের তরফে সাফ জানানো হয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। আগুন নিভলে তবেই ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version