Wednesday, November 12, 2025

‘মোদি বাবুরা’ কী করেছেন জবাব দিন: প্রশ্ন মমতার, নিশানা লোগোর রং বদলকে

Date:

বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে প্রচার সভা থেকে উন্নয়ন নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রবিবার দুপুরে ভিড়ে ঠাসা প্রচারমঞ্চ থেকে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান দেন বাংলার মুখ্যমন্ত্রী। তারপরেই বলেন, এটা কেন্দ্রের ভোট, রাজ্যের নয়। ‘মোদি বাবুরা’ কী করেছেন তাঁর জবাব দিন। একই সঙ্গে, দূরদর্শনের লোগোর গৈরিকীকরণ নিয়ে বিধিভঙ্গের অভিযোগ করেন মমতা।

এদিন, সভায় রাজ্য সরকারের কী কী কাজ হয়েছে তার খতিয়ান দেন মুখ্যমন্ত্রী। এরপরেই বলেন, এটা বংলার নির্বাচন নয়। দিল্লির নির্বাচন। তাই জবাব ‘মোদি বাবু’কে দিতে হবে। মমতার কথায়, ‘‘জবাব চাই জবাব দাও। যখন পশ্চিমবঙ্গের নির্বাচন আসে, হাজার বার কৈফিয়ত দেব। জবাব দাও গদ্দাররা।’’ মমতা প্রশ্ন তোলেন, ‘‘একটা কাজ করেছ? কী করেছ? আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করেছ। সারা দেশ বিক্রি করেছ। ইতিহাস, ভুগোল বিক্রি করেছ। সময় থাকলে বিস্তারিত বলতে পারতাম।’’

দূরদর্শনের লোগোর রং বদল নিয়েও বিজেপি (BJP) সরকারকে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বলেন, ‘‘দূরদর্শন দেখেছেন? মন কি বাত, তিনি নিজেই বলেন। নিজেই শোনেন। কাউকে বলতে দেন না। আজ পর্যন্ত প্রেস মিট করতে দেখিনি ওঁকে। নিজেরাই সাজিয়ে গুছিয়ে সমাজমাধ্যমে বসিয়ে দাও।’’ প্রশ্ন তোলেন, ‘‘দূরদর্শনের রং গেরুয়া হচ্ছে কী ভাবে? রেল স্টেশনের রং কী ভাবে হচ্ছে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাড়ির রং গেরুয়া হচ্ছে। যাঁরা সাধু হচ্ছেন, তাঁদের অপমান নয়? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন। কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে। কে কী পরবেন, রং পছন্দ করবেন নিজের বিষয়।’’

এদিন সভামঞ্চ থেকে মমতা ফের জানিয়ে দেন, রাজ্যে এনআরসি হতে দেবেন না। তাঁর কথায়, ‘‘ওরা বলে, আমি NRC করতে না দেওয়ার কে? কোন হরিদাসপাল! আমি বলেছি করতে দেব না। অসমে করেছিল। সেখানে প্রতিবাদ করেছিল একমাত্র তৃণমূল।’’

বাংলার বঞ্চনা নিয়ে সরল হন তৃণমূল (TMC) সুপ্রিমো। বলেন, ‘‘সব থেকে বড় ডাকাত বিজেপি। বলে আমরা আবাস করতে দিইনি। ৪২ লক্ষ আবাস করেছি। সত্যি হলে কানমুলে ক্ষমা চাইবেন। সত্যি না হলে মিথ্যে বলবেন। সব পঞ্চায়েত আমাদের নয়। তা সত্ত্বেও সব দেখে ৪২ লক্ষ বাড়ি আগে করেছিয় আরও ১১ লক্ষ বাড়ি করব। কেন্দ্র এই টাকা একা দেয় না। মাছের তেলে মাছ ভাজে।’’

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version