Friday, August 22, 2025

ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার

Date:

জেলের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ছক কষছে বিজেপি, রাঁচিতে বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন তাঁর স্ত্রী তথা আপ নেত্রী সুনিতা কেজরিওয়াল। সম্প্রতি জেলে অরবিন্দ কেজরিওয়ালের খাবারকে ইস্যু করেছে ইডি। সেই অভিযোগ নিয়েই জোট সঙ্গীদের মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সুনিতা।

রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপি বিরোধী জোট ‘উলগুলান ন্যায় মহাব়্যালি’ আয়োজন করেছিল। ঝাড়খণ্ডে আয়োজন হওয়ার দরুণ স্বাভাবিকভাবেই অন্যতম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তবে পিছিয়ে ছিলেন না আরেক নেত্রী সুনিতা কেজরিওয়ালও। বিজেপি সরকারের অভিসন্ধিমূলক আচরণে যে অবিচারের শিকার হেমন্ত সোরেন, সেভাবেই অবিচারের মুখে অরবিন্দ কেজরিওয়াল। তবে সম্প্রতি জেলে কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। যদি তাঁরা একবারও এটা প্রকাশ্যে আনছে না যে কেজরিওয়ালের ইনসুলিন বন্ধ করে রেখেছে ইডি।

রবিবারের জোটের মঞ্চে সেই সত্যি তুলে ধরলেন কেজরি-পত্নী সুনিতা। তিনি দাবি করেন, “ওরা আমার স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়। ওনাকে খেতে হচ্ছে ক্যামেরার নজরদারিতে, দেওয়া হচ্ছে না ইনসুলিন। আমার স্বামী একজন সুগারের রোগী যিনি ১২ বছর ধরে ইনসুলিন নিয়ে থাকেন; ওঁনার প্রতিদিন ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়।”

এর সঙ্গেই বিজেপির জমিদারি শাসনের খুব শীঘ্রই পতন হয়ে জেল ভাঙার বার্তাও তিনি দেন। কল্পনা সোরেনের পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করব এবং জিতব। জেলের দরজা ভাঙবে এবং অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেন বাইরে আসবেন।”

Related articles

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...
Exit mobile version