Wednesday, November 5, 2025

ইনসুলিনেও না! কেজরিওয়ালকে জেলেই খুনের ছক বিজেপির, দাবি স্ত্রী সুনিতার

Date:

জেলের মধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে খুনের ছক কষছে বিজেপি, রাঁচিতে বিরোধী জোটের মঞ্চে দাঁড়িয়ে মারাত্মক দাবি করলেন তাঁর স্ত্রী তথা আপ নেত্রী সুনিতা কেজরিওয়াল। সম্প্রতি জেলে অরবিন্দ কেজরিওয়ালের খাবারকে ইস্যু করেছে ইডি। সেই অভিযোগ নিয়েই জোট সঙ্গীদের মঞ্চে দাঁড়িয়ে মানুষের সামনে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন সুনিতা।

রবিবার ঝাড়খণ্ডের রাঁচিতে বিজেপি বিরোধী জোট ‘উলগুলান ন্যায় মহাব়্যালি’ আয়োজন করেছিল। ঝাড়খণ্ডে আয়োজন হওয়ার দরুণ স্বাভাবিকভাবেই অন্যতম ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তবে পিছিয়ে ছিলেন না আরেক নেত্রী সুনিতা কেজরিওয়ালও। বিজেপি সরকারের অভিসন্ধিমূলক আচরণে যে অবিচারের শিকার হেমন্ত সোরেন, সেভাবেই অবিচারের মুখে অরবিন্দ কেজরিওয়াল। তবে সম্প্রতি জেলে কেজরিওয়ালের আম খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। যদি তাঁরা একবারও এটা প্রকাশ্যে আনছে না যে কেজরিওয়ালের ইনসুলিন বন্ধ করে রেখেছে ইডি।

রবিবারের জোটের মঞ্চে সেই সত্যি তুলে ধরলেন কেজরি-পত্নী সুনিতা। তিনি দাবি করেন, “ওরা আমার স্বামী অরবিন্দ কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়। ওনাকে খেতে হচ্ছে ক্যামেরার নজরদারিতে, দেওয়া হচ্ছে না ইনসুলিন। আমার স্বামী একজন সুগারের রোগী যিনি ১২ বছর ধরে ইনসুলিন নিয়ে থাকেন; ওঁনার প্রতিদিন ৫০ এমএল ইনসুলিনের প্রয়োজন হয়।”

এর সঙ্গেই বিজেপির জমিদারি শাসনের খুব শীঘ্রই পতন হয়ে জেল ভাঙার বার্তাও তিনি দেন। কল্পনা সোরেনের পাশে দাঁড়িয়ে তিনি দাবি করেন, “আমরা একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করব এবং জিতব। জেলের দরজা ভাঙবে এবং অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেন বাইরে আসবেন।”

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version